আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দহীন কবিতা প্রসংগে

I am simple.

আধুনিক বাংলা কবিতা বলতে আমরা কি বুঝি? সহজ কথায় অনেকে বলেন, যে কবিতায় ছন্দ নেই সেই কবিতা হল আধুনিক বাংলা কবিতা। আমার ধারনা এটা তাদের মন্তব্য যারা কবিতার "ক" ও বঝেন না বা মানেন না। কবিতাকে সংগায়িত কর্‌তে বলা যায় - কবিতা হল সুনির্বাচিত শব্দাবলী। সুনির্বাচিত হলেই শব্দেরা কবিতা হয়, তারা প্রান পায়। কবিতা পড়ে পাঠক কবির অনুভূতি, কবির জীবন দর্শণে দুলতে চান।

যে কবি পাঠককে দোলাতে পারেন না তিনি কবি নন। এই দোলানোর কাজে বড় ভূমিকা রাখে ছন্দ। ছন্দ কোনো বাধ্যবাধকতা নয়, ছন্দ হল শব্দের নৃত্য। কবি তার কবিতার বিষয়ের সাথে মানান সই ছন্দে অর্থাৎ শব্দের নৃত্যে তার অনুভূতি-দর্শণ প্রকাশ করেন। রবি ঠাকুর গদ্য ছন্দ বলতে সেই ছন্দ কে বুঝিয়েছেন, যেখানে ছন্দ না থাকার ছন্দ থাকে।

অনেকে এই বিষয়টা বোঝেন না। তাদের জন্যে বলি, ছন্দ না থাকার ছন্দ হল প্রচলিত ছন্দের বাইরের ছন্দ, যা প্রকৃত পক্ষে ছন্দ ভেঙে নতুন ছন্দ গড়ার ছন্দ। সুতরাং যারা রবি ঠাকুরের দোহাই দিয়ে আধুনিক কবিতা কে ছন্দহীন করতে চান তারা আশা করি আগে কবিসম্রাটের ছন্দ বুঝবেন। ছন্দ ছাড়া কবিতা হতে পারে না। যদি তাই হত তা হলে সকল উপন্যাস কবিতার আখ্যা পেত।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।