আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপ টিউটোরিয়াল: ওয়েব সাইট নেভিগশন তৈরি

যোদ্ধা হতে চেয়েছি...

পর্যায় ১. ফটোশপ সিএস বা এর পরবর্তী ভার্সন চালু করে ৪০০X৪০০ পিক্জেল ও ৭২ ও রেজুলেশন এর নতুন ক্যানভাস নিন। ক্যনভাসটির ব্যাকগ্রাউন্ড লাইট কোনো কালার দিয়ে পূর্ণ করুন। গাঢ় কালারের নেভিগেশন তৈরি করব তাই আমি গ্রে কালার বাছাই করেছি। 'Shift+ctrl+N' চেপে বা লেয়ার প্যালেট থেকে নতুন লেয়ার নিয়ে সেটির নাম 'XYZ' দিন। এখন টুলবার থেকে রাউন্ডেড রেক্টাঙ্গল টুল নিয়ে উপর থেকে রেডিয়াস দিন ৫ পিক্জেল ও #383333 কালার দিয়ে নিচের ছবির মতো শেপ তৈরি করুন: পর্যায় ২. 'ABC' নাম দিয়ে আরেকটি নতুন লেয়ার নিয়ে ctrl চেপে লেয়ার প্যালেট থেকে 'XYZ' লেয়ারটির উপর একবার ক্লিক করুন।

একটি সিলেকশন তৈরি হবে। 'এবার 'Select > modify > Contract> 5 অথবা 4 px' দিন। নিচের ছবির মতো কালার দিয়ে ফিল করুন। পর্যায় ৩. 'XYZ' লেয়ারে রাইট ক্লিক করে Blending Options এ ক্লিক করুন। নিচের ছবি অনুযায়ী ইফেক্ট দিন।

Drop Shadow Inner Shadow Outer Glow Gradient Overlay ফলাফলে নিচের ছবির মতো ইমেজ তৈরি হবে: পর্যায় ৪. অতঃপর 'ABC' লেয়ারে ctrl চেপে ক্লিক করে সিলেকশন তৈরি করুন। রেক্টাঙ্গুলার মার্ক টুল নিয়ে Alt চেপে নিচের ছবির মতো মাপ অনুযায়ী সিলেকশন বাদ দিন। আরেকটি নতুন লেয়ার নিয়ে কালো কালার ফিল করে ইচ্ছেমতো ইনার শ্যাডো ইফেক্ট দিয়ে নিচে আরেকটি লেয়ারে ১ পিক্জেলের তুলনামূলক লাইট কালারের লাইন দিন নিচের ছবির মতো: পর্যায় ৫. প্রক্রিয়াটি নিচের ছবি অনুযায়ী রিপিট করুন: পর্যায় ৬. এবার বেসিক কিছু জিনিস যুক্ত করলেই ওয়েব সাইট নেভিগশন তৈরি হবে নিচের ছবির মতো: কমেন্ট আশা করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।