আমাদের কথা খুঁজে নিন

   

ঝরা কবিতার বর্ণমালা

আমার বহুমাত্রিকতা। জ্যক অফ অল ট্রেড ..।

সাতাশটি বিষন্ন রাত পার করে ডানা ঝাপটানো পাখিটার আকুতি বিমলিন কথামালার সাথে ঝরে পড়ে। বর্ণচ্ছটা কেড়ে নিয়ে যায় সাদা-কালো আবেগ- নিঝুম তারা খসে পড়া রাতে বিবর্ণ ঝড়ে । হাপিয়ে উঠা একে বেঁকে চলা পায়রাগুলি পথহীন অজানা গন্তব্যের পা বাড়ায় ।

তোমার সাড়া পাবে বলে -- সন্ধা তারাটা নিস্প্রভতা পায় মাটি জড়িয়ে ধরা শুকনো গাছ উপরে পরে। নিদাঘ ভোর ঘাপটি মেরে লুকিয়ে থাকে, আর ঘন হয়ে আসা কালো মেঘ করে না গুড় গুড় । কৃ্ষ্ণবর্ণ গগন অসীমতার নীল ছেড়ে গুটিয়ে আনে বিমূর্ত মহাকাল , সুর সাধনার দর্শনার কন্ঠ গান ছেড়ে বাজায় বিদায়ী বীণার ঝংকার । অমাবস্যার তিথিতে ভাটা টানে ভালবাসার সুখনন্দনা। সেকারনে দিনলিপি আর বাড়ায় না দিন ঘড়ির কাটা সময় রুদ্ধ করে ঠায় দাঁড়িয়ে থাকে মূর্তির মত ।

শুধু স্মৃ্তিগুলো থেকে যায় ভেজা কাক হয়ে । কর্কশ কন্ঠে জাগিয়ে তুলে বেদনাগুলিকে: আর গা নেড়ে ঝেড়ে দেয় বিধুরিত সুখের বারতা, ঝাপসা হয়ে আসা চোখ অসহায় হয়ে দেখে তিল তিল করে গড়ে উঠা সুখের বালি হয়ে খসে পড়া। । (ক্লাসে বসে লিখেছি ,লেকচার শুনতে ভাল লাগছিলনা তাই)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।