আমাদের কথা খুঁজে নিন

   

পটল-ব্লগে মোডারেটর নিয়োগ দান প্রসঙ্গে (ফানপোস্ট)

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ যার অপেক্ষায় ছিলেন আপনারা। আমরা পটল-ব্লগে মোডারেটর নিয়োগ দান শুরু করেছি। মোডারটের পদে আবেদন করতে হলে আপনার নিম্নলিখিত যোগ্যতাবলী থাকতে হবে: ১. কমপক্ষে ২ বছর কোন ক্ষেত থেকে পটল তোলার অভিজ্ঞতা থাকতে হবে (অবশ্যই গাছ থেকে ছেঁড়ার অভিজ্ঞতা) ২. পটল দিয়ে কমপক্ষে ৫০টি পদের রান্না জানা থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই মেয়েরা বেশি প্রাধান্য পাবেন পুরুষদের তুলনায়। ৩. সিটি কলেজ/রোকেয়া হলের গেইট/ভিকারুন্নেসা স্কুল ও কলেজ/ইডেন কলেজ বা অনুরূপ স্থানে মেয়ে পটানোর অভিজ্ঞতা থাকতে হবে।

এক্ষেত্রে অবশ্যই শুধু পুরুষরাই বিবেচিত হবেন। ৪. মেয়ে হলে বয়স অবশ্যই ১৭-৩৫ এর মধ্যে হতে হবে। ছেলেদের ক্ষেত্রে এমন কোন বয়সসীমা নেই। ৫. কপি-পেস্ট কোডিংয়ের অভিজ্ঞতাকে বাড়তি যোগ্যতা হিসেবে ধরে প্রাধান্য দেয়া হবে। যারা প্রাধান্য পাবেন: ১. উপরোল্লখিত কোন যোগ্যতা নেই কিন্তু সুন্দরী এমন নারীরা (ওরে! ওরে! লুল হয়ে যাই ) ২. মগবাজারে এককালে থাকতেন বা এখনো থাকেন বা ভবিষ্যতে থাকার সম্ভাবনা আছে এমন পুরুষেরা (ভবিষ্যতে থাকার সম্ভাবনা থাকলে শর্তসাপেক্ষে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হবে।

) ৩. চিকন ছাগলা দাড়িযুক্ত পুরুষেরা যাদের দাড়ি বিকেলের রোদে চিকচিক করে। ৪. দা, চাপাতি, ছোরা প্রভৃতি চালনায় এবং তা দিয়ে কোপানো বা রগ কাটায় বিশেষ পারদর্শীতাপূর্ণ ব্যাক্তিগণ। ইতিমধ্যে আমাদের পরিচিত বেশ কয়েকজন উপরোক্ত যোগ্যতাবলী পূরণ সাপেক্ষে মোডারেটর নির্বাচিত হয়েছেন। দেখুন তাদের পটল-ব্লগ অফিসে প্রথম দিনটি কেমন কেটেছে: আমাদের হেড-মডুদ্বয় - আহা! ব্লগ চালানো কত সোজা! হেড-মডুর চ্যালা। আহা! দেখে নয়ন জুড়িয়ে যায়! কাজের ফাঁকে দু'জন মডুর দুষ্টামি! আমাদের মডুরা কাজ করছেন পুরোদমে! শাবাশ! তোমরাই পারবে..... ব্লগারদের জন্য আমাদের বিশেষ ফিচার: সামহোয়্যার, সচলায়তন, আমারব্লগের সুপ্রিয় ব্লগারগণ, আপনারা জেনে খুশি হবেন যে আমারা আপনাদের জন্য পটল-ব্লগে রেখেছি এক অনন্য সুবিধা।

জেনে খুশি হবেন যে, আপনাদের কষ্ট কমানোর জন্য আমরা পটল-ব্লগে ইতিমধ্যে আপনাদের সামহোয়্যার, সচলায়তন, আমারব্লগের নিকগুলোর অনুরূপ নামে একটি করে নিক রেজিস্টার করে রেখেছি। সবগুলো নিকের ডিফল্ট পাসওয়ার্ড হলো ১১২১২১। আপনাদের এই পাসওয়ার্ড ব্যবহার করে নিজ নিজ ব্লগ দখলের অনুরোধ জানাচ্ছি। আশা করছি নিজ নিজ ব্লগ বুঝে নেয়ার ব্যাপারে কেউ কোন জালিয়াতির আশ্রয় নেবেন না। পটল-ব্লগ এখনো বেটা পর্যায়ে আছে।

স্ক্রীনশট দেখুন: বড় ও স্পষ্ট করে দেখতে: View this link একটি পটল-ব্লগ পরিবেশনা ২০০৮ - বিশ্বাসে অটল, নিঃশ্বাসে পটল! যারা পটল-ব্লগ সম্পর্কে জানেন না, তারা এই পোস্ট দুটো দেখুন ক্রমানুসারে: ১. আহা! আমারো একটি ব্লগ খুলিবার সাধ হয় (টোটাল ফান-ক্যাতা পোস্ট এবং আলু ব্লগকে নাপিষীয় শুভেচ্ছা) ২. ঐ লইবেন ইনভাইটেশন কোড, লইবেন? (ফানপোস্ট) * আজ আমার ব্লগের ৫০ হাজার হিট পূর্ণ হলো। অসংখ্য ধন্যবাদ সামহোয়্যারের সকল ব্লগার ও আমার শুভানুধ্যায়ীদেরকে। আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমি ৪ মাস ৩ সপ্তাহের মতো এতো অল্প সময়ে এই মাইলস্টোন ছোঁয়ার কল্পনাও করতে পারতাম না। আপনাদের কল্যাণে নাফিস ইফতেখার হয়েছে আজ "নাপিষ ঈপতেক্ষাঢ়"। আর তাই আপনাদের অবদান অনস্বীকার্য।

আমার ব্লগার পরিসংখ্যান * পোস্ট করেছেন: ৯২টি * মন্তব্য করেছেন: ৪০২০টি * মন্তব্য পেয়েছেন: ৫০৭২টি * ব্লগ লিখেছেন: ৪ মাস ৩ সপ্তাহ * ব্লগটি মোট ৫০১২৯ বার দেখা হয়েছে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।