আমাদের কথা খুঁজে নিন

   

আমার গল্প শোনা (ছোট গল্প -০১)

রাত জেগে অনন্তকাল চাঁদ দেখা, কিম্বা ক্লান্তিহীন তারা গুনে চলা এক যুবক

ছোট সময় থেকে নানার বাড়ি থেকেছি। আমার বাবা কর্মব্যস্তার কারনে আমার কাছে থাকতেন না । আমার মা ও তার কর্মব্যস্তার কারনে আমাকে খুব বেশি সময় দিতে পারতেন না। কাজেই আমাকে আমার ঘুম পাড়ানোর জন্য মা কে খুব একটা কাছে পেতাম না । যাই হোক একদিন ঘুমানোর সময় আমার মাকে কাছে পেয়ে বললাম, মা আমাকে আজ গল্প শুনাতে হবে।

না হলে ঘুমাব না । মা তখন বলল, ঠিক আছে, গল্প শুনাব, তবে খুব ছোট । যথারীতি, মা এর গল্প বলা শুরু হল..... একদেশে ছিল এক গরু, গল্প আমার শুরু, ...................................................... ..................................................... একদেশে ছিল এক মেষ, গল্প আমার শেষ । অতঃপর আমার মা তো চুপ । -আমি মা কে বললাম, আম্মু, আর বল না কেন ? -আম্মু বলল, গল্প তো শেষ ......।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.