আমাদের কথা খুঁজে নিন

   

আজ থেকে বাজারে এলো ১০০০ টাকার নোট

mojnu@ymail.com

আজ সোমবার থেকে বাংলাদেশ ব্যাংক বাজারে ১০০০ টাকার নোট এলো। দুই অর্থবছরে ২০ কোটি নোট বাজারে ছাড়া হলেও প্রাথমিকভাবে ৩০ লাখ নোট ছাড়া হচ্ছে। প্রথমদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে ছাড়া হবে পরে পর্যায়ক্রমে অন্যান্য শাখা থেকে ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক এবং সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে এ ১০০০ টাকা নোটের উদ্বোধন করেন। খন্দকার মাজহারুল বলেন, ১০০০ টাকা নোটের ফলে বাজারে কোনো ধরনের প্রভাব ফেলবে না।

দেশে জিডিপি বেড়েছে, সে সঙ্গে টাকার সরবরাহ বেড়েছে, তাই উচ্চতার ফারাক দূর করতে এখন ৫০০ টাকার নোটের থেকেও বড় নোট দরকার। তাই ১০০০ টাকার নোট ছাড়া হচ্ছে। প্রতিটি ১০০০ টাকার নোট তৈরিতে খরচ হয়েছে ৬ টাকা। তিনি জানান, বর্তমানে বাজারে ৩৫ হাজার কোটি টাকা রয়েছে। হাজার টাকার নোট ছাড়াতে বাজারে টাকার পরিমাণ বাড়বে না এবং মূল্যস্ফীতির ওপর কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, আমাদের পাশের দেশগুলো অনেক আগেই বড় নোট বাজারে ছেড়েছে, সেদিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আরো আগেই এ নোট বাজারে ছাড়া দরকার ছিল বলে তিনি মন্তব্য করেন। নোট তৈরির পুরো কাজ শেষ করতে এক বছরেরও বেশি সময় লেগেছে বলে তিনি জানান। ১০০০ টাকার নোট ডিজাইন কমিটিতে ছিলেন ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, শিল্পী মোস্তফা মনোয়ার, আবদুল কাইয়ুম, জাতীয় জাদুঘরের নূর হোসেন তালুকদার ও চারুকলার আবদুর শাকুর শাহ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।