আমাদের কথা খুঁজে নিন

   

সুখবরঃ বাসভাড়া কমলো ৭ পয়সা

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

বেশ ঢাকঢোল পিটিয়ে বেশ কয়েকদিন থেকে ঘোষণা দেয়া হচ্ছিল তেল এর দাম কমবে । আজ থেকে তেলের দাম কমিয়ে পুণনির্ধারণ করা হয়েছে । লিটার প্রতি অকটেনে ১০ টাকা, পেট্রোলে ৯ টাকা এবং ডিজেল ও কেরোসিনে ৭ টাকা করে কমানো হয়েছে ৷ অকটেন ৮০ টাকা, পেট্রোলে ৭৮ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৪৮ টাকা হলো ৷ সরকারের ভাগ দেখে মনে হয়েছিল না জানি কত টাকা করে কমানো হবে, অথচ গত ১ জুলাই তেলের দাম বাড়ানোর আগে প্রতি লিটার অকটেন ৬৭ টাকা ,পেট্রোলে ৬৫ টাকা এবং ডিজেল ও কেরোসিন ৪০ টাকা দাম ছিল । সরকার অন্ততঃ পূর্বের দামও যদি বজায় রাখতে পারত তাহলেও ঠিক ছিল । আর সেই অনুপাতে নাকি প্রতি কিলোতে বাস ভাড়া কমবে ৭ পয়সা । মাশাল্লাহ । কিন্তু ভোজ্য তেলের দাম কি কমেছে কিংবা কমবে ?? আমরা অপেক্ষায় আছি , তবে তেলে দাম কমবে । তেলের দাম কমলে আসছে শীতে আমরা একদিন তেল পিঠা খাবো !!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।