আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার রং বদলায়,বদলে ফেলতে হয় সেই ভালোবসার জীবন।

হাসি খুশি , সহজ সরল।

রাশেদ যাকে জীবন দি্য়ে ভালোবাসে পাগলু,,,কিন্তু বিয়ের পর থেকে যে রাশেদ কে চিনত এ যেন সেই রাশেদ নয়,পাগলু টা সারাটা দিন বসে থাকে কখন আসবে তার জান ঘরে ফিরে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, কিন্ত তার জানটা তে যেন সেই মন নেই যা ঘুরে ফিরে পাগলু কেই খুজতো,পাগলের মত ভালোবাসতো,আদর করত,পরিকল্পনা ছাড়াই বেড়াতে যেতো,,,,,,,,,,বদলে যেতে শুরু করেছে সবই, আহঃ কেন বদলে যায় সব কিছু ??? চাওয়া পাওয়ার ব্যবধান টাই কি তবে সুখী আর অসুখী বিবাহিত জীবনের জন্য দায়ী??? যখন জানতে চায় কেমন আছে পাগলু তখন শুধু কষ্টই পেতে হয়।তাই আর জানতে চায়না , বুঝতে চায়না কিছুই,,, চলছে জীবন যেভাবে চলুক,চায়না আর ভালোবাসা। এ ভাবেই বদলে যায় পাগলুরা, রুপ নেয় ক্যাচ ক্যচানি,ঝগড়াটে ,প্যচালী বউ তে। বউয়ের অপর নাম হ্য়ে যায় সেবা দানকারী,সেবা ভালো দিলে নাম ভালো,সেবা ভালো না হলে বউ ভালো নয়,এটাই কি পাগলুদের জীবন???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.