আমাদের কথা খুঁজে নিন

   

ছবির নাম - দি লাস্ট ঠাকুর



শুক্রবার সকালে দৈনিক প্রথম আলোতে বিনোদন পাতায় দি লাস্ট ঠাকুরের (The Last Thakur) ছবি ছাপানো হল, তাই দেখে আমার বন্ধু ছুটে এলো আমার কাছে। আমিও দেখলাম। আসলেই ভালো হয়েছে। হলিউড হলিউড গন্ধ। প্রথম যখন ছবিটার নাম শুনেছিলাম, তখন কিছু না জেনেই বলেছিলাম, ছবিটা ভালো হবে না।

যুক্তি ছিল, বাংলাদেশে ইংরেজী নামে যত মুভি বেরিয়েছিল- ফায়ার থেকে শুরু করে রিভেঞ্জ, গডফাদার, ইত্যাদি সবগুলোই সমালোচিত হয়েছিল অশ্লীল দৃশ্যের কারণে। ভেবেছিলাম এটাও সেরকম। কিন্তু গতকালই জানলাম বোধহয় এরকম হবে না বরং অনেক অন্যরকম মুভি হবে দি লাস্ট ঠাকুর। মুভিটি পরিচালনা করেছেন সাদিক আহমেদ। অভিনয় করেছেন তারিক আনাম, আহমেদ রুবেল, তানভীর হাসান।

গতকালই লন্ডনে প্রিমিয়ার হয়ে গেল, ফলাফল কি তা অবশ্য জানি না, হয়তো ব্লগার রা আপডেট করবেন। জানা গেল মুভিটি প্রথম ব্রিটিশ বাংলাদেশী ফিল্ম। এ ব্যাপারে আরেকটু বেশী জানতে হলে সচলায়তনে সার্চ করুন,পেয়ে যাবেন আশা করি। ট্রেলার টা দেখে নিতে পারেন ইউটিউবে। মন্তব্য করতে ভুলবেন না আশা করি।

দি লাস্ট ঠাকুর এর ট্রেলার, ইউটিউবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.