আমাদের কথা খুঁজে নিন

   

বীর শহীদদের আস্তাকুড়েঁ নিক্ষেপ!



অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত! আমরা ভাষার জন্য এত নাটক দেখাই অর্থাত ফেব্রুয়ারীর ২১ তারিখে আমাদের রাষ্ট্রপরিচালিত সরকার ফুল নিয়ে ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে হাজির হয়।(যেখানে কিনা শহীদদের পরিবারকে আগে দেয়া উচিত ছিল।) কিন্তু শহীদদের দেখা বা তাদের রাষ্ট্রীয় সম্মান দেয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ে না হয়তো।(যে জায়গায় রাজাকার বা আলবদরদের হাতে হাত মেলাতে বিবেকে বাঁধে না।) গত বৃহস্পতিবার(২৩/১০/০৮) তারিখে আবদুল জলিল ভূঁইয়া নামে একজন ভাষা সৈনিক মারা যাওয়ার পর যে অপদস্ত হল, তা আমাদের মত জনতার জন্য কষ্টকর হলেও সরকারের ধর্তব্যের মধ্যে পড়ে না হয়ত! কাল মারা যাওয়ার পর ৬০০০/= টাকার জন্য লাশ পর্যন্ত ছাড়াতে পারছিল না তাদের পরিবার, প্লেসক্লাব প্রবেশে ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেসে অপেক্ষা, আর গ্রামের বাড়ি ফেরার সময় তড়িঘড়ি করে কোনমতে রাষ্ট্রীয় সম্মান দেয়া তারই প্রতিফলণ। আসলে সব সরকার , সব শাসকগোষ্টীর চরিত্র একই - শুধু চেহেরা পাল্টায়। আমাদের মত গণমানুষের দৃঢ়চিত্তে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে!! -নিহার(২৫-১০-২০০৮ ইং)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।