আমাদের কথা খুঁজে নিন

   

সিধাকথাঃ আমরা কতটা আওয়ামিলীগ ???

পারফেক্‌শান ইজ্‌ নট্‌ অলওয়েজ পারফেক্ট। হে BAL, বাংলার তরুন প্রজন্ম আপনাদের সাথে আছে, এই ভেবে তৃপ্তির ঢেকুর তুলছেন ? তোলেন , সমস্যা নাই। গোল টা খাবেন আগামী নির্বাচনে। যেই তারুন্যের ভোট জোয়ারে ২০০৮ সালে আপনার ২৩০ টা আসন পেয়েছিলেন, তারা আসলে কতটা আওয়ামিলীগ একটু হিসাব করে দেখবেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি , আমি কখনো আওয়ামিলীগ না, কখনো বি.এন.পিও ছিলাম না। আমার অবস্থা এমন যে, রাস্তার একটা নেড়ি কুত্তাও যদি নিজামী, সাঈদীরে কামড়ায়; ঐ কুত্তার পা ধরে সালাম করতে আমার এতটুকু আত্মসম্মানে লাগবে না। আমি "এন্টি জামায়াত"। যেই কারনে জীবনের প্রথম ভোট টা নৌকায় দিয়েছিলাম। বাকি রায়গুলোর জন্য অপেক্ষা করছি আর একটা প্রশ্নের জবাবের খুঁজছি, "ভোট টা কি আসলেই নৌকায় দিয়েছিলাম নাকি জলে?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.