আমাদের কথা খুঁজে নিন

   

আহা! আমারো একটি ব্লগ খুলিবার সাধ হয় (টোটাল ফান-ক্যাতা পোস্ট এবং আলু ব্লগকে নাপিষীয় শুভেচ্ছা)

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
"পরথ্থম আলুও" ব্লগ খুইলা ফালাইলো। ভাবতাসি আমিও একখান ব্লগ খুইলা ফালাই, অবশ্যই পরথ্থম আলুর কাছ থেকে প্রেরণা নিয়ে। ভাবতাসি নাম দিমু "পটল ব্লগ"। পটল-ব্লগ দেখতে হইবো অনেকটা এইরম: বড় ও স্পষ্ট করে দেখতে ( না দেখলে মিস করবেন ): View this link * এই ছবির সাথে কেউ আলু-ব্লগের মিল পেলে তা হবে নিতান্তই কাকতালীয় পটল-ব্লগের নীতিমালাসমূহ আলু ব্লগ থেকে অনুপ্রাণিত। হেরা নীতিমালা-ফালা দিয়া অনেক টেরাই করসে যাতে পাবলিকে তারা যা চায় তাই কয় - ক্ষ্যাতা! অগোটা আমার নীতিমালার কাছে শিশু।

পটলব্লগে আমি যা চাই তাই হবে। আর এই জন্য আমি বানাইসি স্পিশাল নীতিমালা: নীতিমালা: ১. কোন ব্লগার কোন প্রকার পোস্ট দিতে পারিবেন না। দিলেও উহা "পটল" বিষয়ক হইতে হবে। ২. কোন ব্লগার অন্য কোন ব্লগারের পোস্টে মন্তব্য দিতে পারবেন না। দিলেও শুধুমাত্র "পটল" কথাটি উল্লেখপূর্বক দিতে পারিবেন।

৩. পটল ব্লগে কোন প্রাণিবাচক গালি দেয়া যাবেনা। ব্লগে গালি দিলেও উহা কোন সবজির নাম তুলে (বিশেষত পটল) নাম তুলে দিতে হবে। যেমন: "পটলের বাচ্চা", "পটলের পুত", "ঐ তোর ঝিঙ্গারে-পটল" প্রভৃতি। ৪. যেকোন সময় কোন নোটিশ ছাড়াই আপনার ব্লগটির পটল তুলতে পারি আমরা। এজন্য পটল-ব্লগ কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।

৫. কারো পটল তোলার হুমকি দিলে আপনার ব্লগের পটল তোলা হইবে। ৬. পটলকে অবমাননা, অসম্মান বা হেয় করে কোন কথা বললে আপনার শশুরবাড়ি, বাপের বাড়ি, দাদাবাড়ি, নানাবাড়ি, মামাবাড়ি, গার্লফ্রেন্ডের বাড়ির ও পাড়ার সাইবার ক্যাফের আইপিসহ পটল তোলা হইবে। ৭. কর্তৃপক্ষ যেকোন সময় নীতিমালা ভঙ্গ করিতে পারিবেন, তবে সেক্ষেত্রে কারো কিছু বলিবার থাকিবে না। বলিলে শশুরবাড়ি, বাপের বাড়ি, দাদাবাড়ি, নানাবাড়ি, মামাবাড়ি, গার্লফ্রেন্ডের বাড়ির ও পাড়ার সাইবার ক্যাফের আইপিসহ পটল তোলা হইবে। নীতিমালাটি এখনো বেটা ফর্যায়ে আছে।

মাগার সব কথার এক কথা হইলো আফনারে আমরা "পটল" ছাড়া আর কিছুর কথা কইতে দিমুনা। আমাগো হিসাব মতো চললে চলবি, নাইলে যা ভাগ! একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।