আমাদের কথা খুঁজে নিন

   

মামা সমাচার

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

আম্মুর ভাই হলে মামা তার নামটি বাজারেতে ছেড়ে দিলে টের পাবে দামটি ।

মন্ত্রীরা মামা যার কপালটা বলা যায়, বড় সড় ধামা তার। মামা যার লক্ষী ছোবে তার লোম খানি নেই কাক পক্ষী । মামা যার আমলা এই দেশে সেই বড় গুণী আর কামলা । মামা যার নেতা লোক অযথাই রেগে যান যেন খুব চেতা লোক । মামা যার টাক্কু হাতে তার রাত-দিন, পিস্তল চাক্কু ।

মামা যার এস,পি আশে পাশে থাকা দায়, খেলে তার ভেসকি । কোটিপতি মামা যার প্রতিদিন দেখা যায়, রঙিন জামা তার । মামা যার ঠান্ডা তার কাছে দুনিয়াটা অশ্বের আন্ডা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।