আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ (হাওর অঞ্চল-৩)

মহলদার

কর্ম সুবাদে গত সপ্তাহে নৌকাযোগে ঘুরে এলাম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা। সুনামগঞ্জ থেকে নৌকাযোগে সুরমা নদী দিয়ে বের হয়ে পড়লাম খরচার হাওরে। বিস্তীর্ন এই হাওর পাড়ি দিতে সে এক অন্যরকম অনুভূতি। চলার পথে তোলা কিছু ছবি শেয়ার করলাম সবার সাথে। আকাশ আর হাওরের মিতালী।

নদীর কূলে ফুটে আছে কাশফুল। নদীর পাড় এর প্রস্থচ্ছেদ। বরযাত্রী নৌকা। একটি বিয়ে বাড়ীর গেট। একটু পরেই বর আসবে।

বৃক্ষাচ্ছাদিত একটি বাড়ি। ঘরের আড়ায় ঝুলানো পাখির খাঁচা টি। ভাল্লো বাশেঁর ঝাড়.. ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে.... মৎস্যজীবী এই কাকার জীবন জীবিকার গল্প শুনছিলাম তার কাছে... "আগে কত মাছ আছিল....অহন তোমরা আর কিতা দ্যাখবা....."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।