আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক ফান!! দেখুন, হাসুন, মন্তব্য করুন। এবং আমি হাসব না কাঁদব তাও বলে দিন।

মানুষ বদলে যায় অন্য মানুষে...................আকাশ বদলে যায় অন্য আকাশে........................

. . . . . ফেইসবুকে একজন অপরিচিত মহিলা(আসলে মেয়ে) আমাকে এ্যাড রিকোয়েষ্ট পাঠায়। তো তারপর তার সাথে আমার কথোপকথোনের স্ক্রিনশট দেখুন। সাইজ কমানোর জন্য স্ক্রিনশট কেটে ছোট করে (তবে যতটা সম্ভব বাঁচিয়ে) দেয়া হল। যেহেতু ঐ ব্যাবহারকারীর ছবি দেখা যাচ্ছে না, তাই মজাটুকু আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দয়া করে কেউ বলবেন না যে অমুক আমার আক্রোশের শিকার(তাসনুভার মত)।

বি.দ্র.: কেউ যদি মজা না পান তাহলে দুঃখ প্রকাশ করছি। তবে লেখক কোনভাবেই দায়ী থাকবে না। (হা হা হা) ছবিগুলো ভাল করে দেখতে চাইলে নিচে ছবির উপর ক্লিক করুন। মজা পাইলে আওয়াজ দিয়েন। আর সেই মহান ব্যাক্তি যদি ব্লগে থেকে থাকেন(যদিও সম্ভাবনা খুব কম।

লেখার ধরণ দেখে বুঝা যায়। ) তাহলে দয়া করে আমার যন্ত্রনার কারণ হবেন না। কারণ আমি আপনার ছবি(যেটা আগে দেয়া ছিল) থাকলে কখনোই স্ক্রিনশট প্রকাশ করতাম না। আর আপনার নাম দিয়ে ফেইসবুকে সার্চ দিলে ১ ডজন মানুষ পাওয়া যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।