আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার রাজিব, পথহারা সৈকত, সুখোই-৩৫, দ্য ওয়ে আভ লাভ, জেহোবা সাংক্টাস উনাস, লাবু শামস, রাইটসম্যান, নদীর তীরে , , , , , বিষয়টা বুজতে হবে ।

অনেক দিনের সপ্ন আজ পূরন হতে চলেছে নিজের মনের সমস্ত কথা এখন শেয়ার করতে পারব সকলের সাথে এ কথাটা ভাবতেই অনেক আনন্দ হচ্ছে। আশা করি যারা ব্লগ দুনিয়ায় অভিঙ্গ তারা আমার পাশে থাকবেন আমাকে সহেযোগিতা করেবন। নতূন ব্লগার তাই ভূল হলে ক্ষমা করবেন। আজ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল তাদের ২য় রায় ঘোষণা করল-----রায়ের ব্যাপারে আমার কোন মন্তব্য বা প্রতিক্রিয়া নেই, তবে যারা যারা ইতিমধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই । ব্লগার রাজিব, পথহারা সৈকত, সুখোই-৩৫, দ্য ওয়ে আভ লাভ, জেহোবা সাংক্টাস উনাস, লাবু শামস, রাইটসম্যান, নদীর তীরে আপনারা অনেক কিছুই বলেছেন, "এই রায় মানি না মানব না", "জেল হত্যা চাই" ইত্যাদি ইত্যাদি আপনাদের প্রতি এবং সম্মান রেখে আমি শুধু একটা কথাই বলতে চাই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন "মহান স্বাধীনতা যুদ্ধে শেখ হাসিনা বা তার পরিবারের কিছু হয়নি, তাই রায়ে কাউকে ফাসি না দিয়ে জেল দেয়াটা স্বাভাবিক"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।