আমাদের কথা খুঁজে নিন

   

।। উপ-মহাদেশের একটি হাস্যকর এবং লজ্জাজনক আইন ।।

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়। ফৌজদারি আইন ১৮৬০: ধারা ৪৯৭ - পরকীয়া Penal Code, 1860 (Act no. XLV of 1860) : Section 497 কোনো পুরুষ (বিবাহিত/অবিবাহিত) যদি কোনো বিবাহিতা নারীর সঙ্গে তার স্বামীর অনুমতি ব্যতিরেকে দৈহিক সম্পর্ক স্থাপন করেন, তবে তা পরকীয়া হিসেবে গণ্য যার শাস্তি সর্বোচ্চ ৫ বছর এবং জরিমানা। কিন্তু এ ঘটনার সাথে সংশ্লিষ্ট নারীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সে নির্দোষ। কাজেই উপ-মহাদেশের আইনের দৃষ্টিতে পরকীয়ার জন্যে কেবল পুরুষ দায়ী, নারী নয়। আপনার স্ত্রী আপনার চোখের সামনে ও যদি পরকীয়া করে, আপনি তার বিরুদ্ধে কোনো আইনি সহায়তা পাবেন না। বড়জোর তালাকের জন্যে আবেদন করতে পারবেন মাত্র।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।