আমাদের কথা খুঁজে নিন

   

আমি!!! (গবেষণা পোস্ট)

আমি কি হনুরে... ৩ ... ;)

অনেক গো + এষণা' র পর আমি নিজেরে এট্টু এট্টু চিনতে পারতেসি মনে লইতাসে.... আমি খুবই আনন্দিত, পুলকিত, হর্ষিত, খুশিত, সুখীত (আর কিছু আছে??? ) এখন ধরি, কেও আমারে জিগাইল, "ভাইসাহেব আপনের সম্পর্কে কিছু কন... আমরা জাইনা ধন্য হই ..." আমি কইলাম (এইটাও ধরতে হবে...) আমার নাম রকি (এইডা শুইনা এক ললনা কইসিল "এটা একটা নাম হল?? কেমন হকি হকি লাগে ")... হে জাতি, চিন্তার কিসু নাই...এইডা ছাড়া আমার আরো নাম আছে... কেউ চেইতা গেলে ডাকে রইক্কা... মা ছোটকালে আদর কইরা ডাকত রকু... পোলাপাইন ডাকে রক্‌, রক্‌য্‌ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ... তয় ছোটবেলায় পোলাপাইন আরেকটা নাম দিসিল... জাম্বুরা ... আমারে দেখলে নাকি জাম্বুরার কথা মনে হইত তাগো যা কইতেসিলাম... আমি খুবই মাটির মানুষ টাইপ পোলা ... আমার মত এত ভাল পোলা দুনিয়ায় ২ টার বেশি তিনটা নাই । আমি মারামারি খুবই লাইকু করি ... টিভি তে যখন কোস্তাকুস্তি করতে করতে দৈত্যের বাচ্চাগুলি পটকান মাইরা একজন আরেকজনরে আছড়ায় আর ফালা ফালি করে, আমার হেএএএভী লাগে! আরেকটা সুখের কথা হইল আমি নিজে জীবনে মারামারি করিনাই , পোলাপাইনরে মারামারি করতে দেখলে মাথা নাইড়া ভাব লই "পোলাডি নষ্ট হইয়া গেলরেএএএএ !!" আমার রুমে একটা গিটার আছে ...সেই গিটার আমি বাজাইনা ... গিটার সাজায় রাখসি ভাব দেখানোর জন্য ... মানুষজন সেই ভাব দেইখা মুগ্ধ হয়... তাগো মুগ্ধ হওয়া দেইখা আমি অভিভূত হই ...বেশি অভিভূত হইলে আমার খিদা লাগে...খিদা লাগলে কুটুর কুটুর কইরা আমি টোস্ট বিস্কুট খাই আমি দ্যাখতে খুবই হ্যান্ডসাম ... আমারে দেখলে মাইয়াগো চক্ষু ট্যারা হইয়া যায় ... তহন তারা আমারে আর ঠিকমত দেখবার পারেনা ... এইজন্য আমার প্রেম হয়না ... সেই দু:খে আমার ঘুম পায়না... এই জন্য অনলাইনে বইসা বইসা আগডুম বাগডুম লিখ্যা ভইরা ফালাই আমার মনে যখন সুখের বান ডাইকা যায় তখন আমি গানা বাজানা শুনি আর লাফাই ... লাফালাফি করতে করতে যখন মাথা ধরে তখন আমি ঘুমাইতে যাই...আমার ডান চোখে পাওয়ার আছে, বাম চোখে নাই ... তাই চশমা আমি পরিনা...চশমা ছাড়া আবার রাইতে স্বপ্নও দেখিনা... গুণীজনেরা বলেছেন, "স্বপ্নহীন জীবন হইল গিয়া ফুটাওয়ালা নৌকার মতন" ... এই ফুটা বন্ধ করার জন্য কি করমু তা ভাইবা বাইর করতে পারিনা ........ .....................................................................(ভাবতেই আছি )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।