আমাদের কথা খুঁজে নিন

   

হার্ডডিস্ক ক্র্যাশ ও তার প্রতিকার (পর্ব-৩)



[ ২য় পর্বের পর ] ডেটা পুনরুদ্ধারঃ হার্ডডিস্ক ক্র্যাশ করলে অধিকাংশ ক্ষেত্রেই ডেটা পৃনরুদ্ধার করা যায় । এমনটি হার্ডডিস্ক করাপ্ট করলে বা ডিস্কের ইলেকট্রোম্যাগনেটিক তথা চৌম্বকত্ব লোপ পেলেও ডাটা পুনরুদ্ধার করা সম্ভব । হার্ডডিস্কের ফিজিক্যাল এরর বা ইলেকট্রিক্যাল সমস্যা সমাধানের জন্য হার্ডডিস্ককে উন্মুক্ত করে প্রয়োজন অনুসারে কোনো কম্পোনেন্ট বদলিযে নতুন কম্পোনেন্ট সেটিং প্রয়োজন হতে পারে । এ ধরনের কাজ কেবল মাত্র একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের পক্ষেই সম্ভব । তবে লজিক্যাল ক্রাশ বিভিন্ন সফটওয়ারের সাহায্যে সমাধান করা সম্ভব এবং ডেটা রিকভারী টুল দিয়ে ডেটা রিকভারী করা সম্ভব ।

হার্ডডিক্স ক্র্যাশ হলে করণীয়ঃ ১) হার্ডডিস্ক ক্র্যাশ করলে সাথে সাথে কম্পিউটার শার্টডাউন করুন । ২) এরপর কম্পিউটার অন করে বায়োসে গিয়ে দেখুন হার্ডডিস্ক ডিটেক্ট করে কিনা । ৩) যদি হার্ডডিস্ক ডিটেক্ট করে তাহলে বিভিন্ন ইউটিলিটিজ সফটওয়ার (যেমনঃ ডিস্ক ম্যানাজার)ব্যবহার করে হার্ডডিস্ক ক্র্যাশ সম্পূর্ণ ঠিক করা যায় কিংবা ক্র্যাশ অংশটিকে ব্লক করে রাখা যায় । হার্ডডিস্ক ক্র্যাশ প্রতিরোধে করনীয়ঃ ১) সপ্তাহে একদিন স্ক্যানডিস্ক করুন । ২) মাসে একদিন হার্ডডিস্ক রিপেয়ার সফটওয়ার যেমনঃ নর্টন সিস্টেম ওয়ার্ক ব্যবহার করুন ।

৩) হার্ডডিস্ক সতর্কতার সাথে ইনসার্ট ও রিমুভ করুন । ৪) হার্ডডিস্ক বহনের সময় হার্ডডিস্কের কভার ব্যবহার করুন । ৫) হার্ডডিস্ক সমান্তরালভাবে কেসিং-এর সাথে সেট করে হার্ডডিস্ক টু হার্ডডিস্ক কপি করবেন । ৬) হার্ডডিস্কের উপর ময়লা জমলে পরিষ্কার করুন । [.............................চলবে.........................................] ১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন ২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.