আমাদের কথা খুঁজে নিন

   

জাত গেলো জাত গেলো বলে, একী আজব কারখানা! আসুন ২৫ অক্টোবর মিলিত হই জাত পাত ভুলে...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

যেইদিন শহীদ মিনার ভাইঙ্গা দিছিলো পাক হানাদাররা সেইদিন আমার মায়ের চোখে জল ছিলো কি না সেইটা দেখনের সুযোগ আমার হয় নাই। কিন্তু তার আবেগী গলার স্মৃতিচারণ শুনতে শুনতে আমি টের পাই তার ক্ষোভের তেজ...কেমন দমকে দমকে উঠে। আমার মনে হইতে থাকে সেইদিন যদি আমি থাকতাম সেই প্রতিবাদমূখর চত্বরে...ভাবনার জালে আমি শিহরিত হই...অন্তরের অন্তঃস্থল থেইকা অনুভব করতে পারি তরুন প্রাণের অহংকার। ঢাকা শহরের সেই বিক্ষুব্ধ প্রান্তরে আমার মায়ের পায়ের ছাপ আছে ভাবতেই আমার হৃৎপিন্ড প্রসারিত হয়...আমি প্রায়শঃ'ই বালখিল্য বালকের মতোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে হাটতে হাটতে খুঁজতে চেষ্টা করি তার নমূনা। ইতিহাস আর চেতনার পরাজয় কখনো এই জাতি মাইনা নেয় নাই, রূইখা দাঁড়াইতে অকুতোভয় বাঙালী জাতি তাই সবসময়েই প্রতিবাদী ছিলো...শহীদ মিনার প্রতিষ্ঠিত হইছে আরো বিস্তৃত অবয়বে...একনায়কতন্ত্র-স্বৈরতন্ত্রের পরাজয় ঘটছে বিভিন্ন পর্যায়ে...বাঙালী জাতি স্বাধীনতাত্তোর ইতিহাস হইছে দশকময় প্রতিবাদের ইতিহাস...কিন্তু এই দেশেও শকুনেরা বাইড়া উঠে কিছু সুবিধাভোগী লোভী মানুষের ছত্রছায়ায়...পরাজিত শক্তির নীল নকশায়। প্রতিবাদে ফুইসা উঠতে জানা তেজী বাঙালীরে বিভ্রান্ত করনটাও সহজ হইছে তাগো সরলতার ম্যানিপ‌্যুলেশনে... আর এই শক্তির ধারাবাহিক পরিকল্পণাতে মাঝে মাঝেই আমাগো দেশের আকাশ মেঘাচ্ছন্ন হয়। ধর্ম ব্যবসায়িগো কুটিল চক্রান্তে এলোমেলো হয় জীবনযাপন। গতো পনর অক্টোবর আবারো তারা যখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মাণাধীন একটা ভাষ্কর্য প্রশাসনে সামনেই জঙ্গীপনা দেখাইয়া টাইনা নামাইলো তখন আমার রক্ত শিহরিত হয়, শহীদ মিনার ভাইঙ্গা দেওয়ার পর আমার মায়ের অনুভূতি যেন আমি বুঝতে পারি...আমারো প্রতিবাদে ফাইটা পরতে ইচ্ছা করে ক্ষোভে...আমারো ঝাপাইয়া পরতে ইচ্ছা করে আন্দোলনে... আর তাই আগামী ২৫ অক্টোবরে বিমানবন্দর চত্বরে ঘোষিত মৌন সমাবেশে আমিও থাকতে চাই...বিকাল ৩টায় আমি উপস্থিত থাকতে চাই একতারা হাতে...যেই বাউলেরা বৃটিশ অধীনতার বিরুদ্ধে সংগ্রাম করছিলো এই দেশে, তাগো স্মৃতির প্রতি শ্রদ্ধাবনত হইতে চাই...রাষ্ট্রীয় প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা জানাইয়া দিতে চাই মৌনতায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।