আমাদের কথা খুঁজে নিন

   

আজ যে রানী! কাল সে ভিখারীনি !!


আজ যে রানী, কাল সে ভিখারীনি , এই প্রবাদ বাক্যটির রূপ আমরা গল্পের বই,নাটক কিংবা চলচিত্রে দেখেছি কিনতু বাস্তবে কেউ দেখেছেন বা শুনেছেন কিনা সেটি আমার জানা নাই। তবে কোনো রাজা-রানী স্বেচ্ছায় রাজ্যত্যাগ করে যদি সন্যাসী জীবন বেছে নেয় সেটা আলাদা কথা। যাহোক ভুমিকা রেখে আসল কথায় আসি,ইংল্যান্ডের রানী এলিজাবেথ II তার ভরণ পোষনের জন্য সাহায্য তহবিল খোলার ঘোষনা দিয়েছেন। যুক্তরাজ্যের একটি পত্রিকা " ডেইলি এক্সপ্রেস" এর সূত্রে জানা যায় বর্তমান বিশ্ব পুঁজিবাজারে ধসের ফলে অন্যান্য ব্যাবসায়ীর ন্যায় তিনি ও লোকসানে পতিত হয়েছেন। গত এপ্রিল মাসে হিসাব অনুযায়ী তার অর্থ ও সম্পদের পরিমান ছিল ৪শত ১১ মিলিয়ন ইউরো। সেই অর্থ থেকে তিনি সর্বমোট ১২৮ মিলিয়ন ইউরো শেয়ার বাজারে বিনিয়োগ করেন। চলমান বিশ্ব পুঁজিবাজারে মন্দা ও ধসের কারণে লন্ডন এপ,টি,এস,ই-১০০ ইন্ডিসে তার শেয়ারের ৩৭ শতাংশ অথাৎ ৪৭,৫ মিলিয়ন ইউরো একেবারে বিলীন হয়ে যায়। আজ রানী রিক্ত, নিস্ব! ডেইলি এক্সপ্রেস পত্রিকাটি জানায় ,রানী এলিজাবেথ তার বাসস্হান বুকনিংহাম রাজপ্রাসাদের বাগানটি তার ভরনপোষন তহবিল সংগ্রহের উদ্দেশ্য জনগনের জন্য উন্মোক্ত করে দিবেন এবং আগামী বছরে শুরুতেই এই দান সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।