আমাদের কথা খুঁজে নিন

   

এই বাংলাদেশে , আমার এই বাংলাদেশে

পরিবর্তনের জন্য লেখালেখি

মাত্র তিন দশকের পুরানো কন্ঠস্বর ভেঙে চুরে গমকে গমকে বেরিয়ে আসে গালি , গালি , গালি আমার শিক্ষা, দীক্ষা , সংযমের বাঁধ তছনছ করে দুর্বল ঈমানের মোনাফেক মুসলমানের মত ব্রতচ্যুত নম শূদ্র, ক্ষত্রিয়ের মত মধ্য যুগীয় ব্যাভীচারী খ্রিস্টানের মত ধর্ম ভোলা যুদ্ধবাজ বৌদ্ধের মত লাঙল ফেলে মেশিন গান হাতে নেওয়া কৃষকের মত কন্যার লাশ কবরে নামানো অসহায় যোদ্ধার মত অনাথ ও কিশোর বিভ্রান্ত অপরাধীর মত বেতনের দাবীতে মিছিলে নামা কাপড় কর্মীদের মত হঠাৎ শ্লীল হয়ে ওঠা আন্দোলনে বাস্তুহারা পতিতাদের মত র‌্যাবের রিমান্ডে খুন হয়ে যাওয়া ছেলেটির বাবার মত শিল্পের ক্যানভাসে বিমূর্ত হয়ে যাওয়া সীমাদের মত সারের দাবীতে গুলি খাওয়া চাষাদের মত রাতের অন্ধকারে মূক ইয়াস্মীনের আর্তনাদের মত ২১শে অগাস্টে পঙ্গু হয়ে যাওয়া ছাত্রটির মত নিরব দুর্ভিক্ষে বেলী ফুল পরা মেয়েটার মত প্রতিরাতে বিক্রি হয়ে যাওয়া পতাকার মত দাউ দাউ জ্বলা অহোরাত্রির নরকের মত আমার ক্ষুব্দ ফুস ফুস চিরে , প্রতারিত শিরা উপশিরা ছিঁড়ে যখন , " তুই রাজাকার " বেরিয়ে আসে - এই শুয়োর , কুত্তা আর নেকড়ের আখড়ায় আমাকে ভদ্র হতে বোলো না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।