আমাদের কথা খুঁজে নিন

   

‘জামায়াতকে অস্ত্র দিয়ে কাজ হবে না’

মঙ্গলবার মুন্সীগঞ্জের  লৌহজংয়ে আওয়ামী লীগের এক জনসভায় তিনি বলেন, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিকভাবে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং তা হবে অবাধ ও নিরপেক্ষ।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী দেয়া বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “আপনি কিসের জোরে আল্টিমেটাম দিয়ে বলেছিলেন যে পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না। এখন আপনি পথহারা পাখি হয়ে গেছেন।


“আল্টিমেটাম দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে জামাতের হাতে অস্ত্র দিয়ে অরাজকতা সৃষ্টি করে সরকার হটাতে পারবেন না। ”
দেশের মানুষ এখন অনেক সচেতন- এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘অপকৌশল করে’ এখন আর ক্ষতায় যাওয়ার সুযোগ নেই।
“আপনি গণতান্ত্রিকভাবে আসুন। ভোটের মালিক ক্ষমতার মালিক জনগণ। তারা যাকে ভোট দেবে, সেই রাষ্ট্র পরিচালনা করবে।


বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে শিগগরিই পদ্মা সেতুর কাজ শুরু হবে। এজন্য এবারের বাজেটে বরাদ্দ রাখা হবে।
তিনি বলেন, “ইতিমধ্যেই ভুমি অধিগ্রহণসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এর আগেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে মাওয়ায় পদ্মা সেতুর কাজ শুরু করেছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেয়।


লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা পুনর্বাসন কেন্দ্র মাঠে (মাওয়া গোল চত্বর এলাকায় ) উপজেলা আওয়ামী লীগের এই জনসভায় সভাপতিত্ব কলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির আব্দুল হামিদ।
অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, নৌ মন্ত্রী শাহজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ , জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, এম ইদ্রিস আলী, বাবু সুকুমার রঞ্জন ঘোষ, আলহাজ মমতাজ বেগম, দলের সভাপতিমণ্ডলির সদস্য নুহ-উল আলম লেনিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন এ জনসভায় বক্তব্য দেন।   
এর আগে প্রধানমন্ত্রী জনসভা প্রাঙ্গণে বেতকা-তেঘরিয়া সড়কে ধলেশ্বরী নদীর উপর ৮০.২ মিটার গার্ডার ব্রীজ, শ্রীনগরের যদুনাথ রাজার বাড়ির ‘বিক্রমপুর জাদুঘর’ ও সদর উপজেলার রঘুরামপুরের বিক্রমপুর বৌদ্ধ বিহারের উদ্বোধন ঘোষণা করেন।
টঙ্গীবাড়ি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি এবং বিক্রমপুর যাদুঘরসংলগ্ন সাংস্কৃতিক পান্থশালার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
বিকালে মুন্সীগঞ্জে পৌঁছে মাওয়ায় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক ও প্রত্যয়ে’রও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


সেখানে সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, নৌপথ সচল রাখতে বর্তমান সরকার ১২ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। ইতোমধ্যে বহু নৌপথ সচল করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের আগেই উদ্ধারকারী জাহাজদুটির কার্যক্রম শুরু হবে। এতে নৌপথ নিরাপদ ও নির্বিঘ্ন হবে।
জাহাজ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সড়ক পথে মাওয়া সেতু বিভাগের রেস্ট হাউস প্রাঙ্গণে যান।

সেখান থেকে বিকাল ৪টা ৬ মিনিটে যান জনসভাস্থলে। জনসভা শেষ করে হেলিকপ্টারে ঢাকা ফেরেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.