আমাদের কথা খুঁজে নিন

   

BTCL -এর ওয়েব সাইটে সিকিউরিটি সমস্যা ও প্রাসঙ্গিক ভাবনা...

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

BTCL অনলাইনে বিল দেখার সিস্টেম তৈরি করেছে। শুনে ভাবলাম বাহঃ আমরা এগিয়ে যাচ্ছি। BTCL মত দূর্নীতিগ্রস্থ একটা প্রতিষ্ঠানে অটোমেশন হলে দূর্নীতি কমবে সন্দেহ নাই। তাছাড়া সরকার তথ্যপ্রযুক্তি গ্রহন করতে শুরু করেছে এটাও একটা আশাদায়ক বিষয়... কিন্তু তাদের সিস্টেম দেখে শুধু হতাশই নয়, আতংকগ্রস্থ হলাম। BTCL একজন গ্রাহক হিসেবে আমার নূন্যতম নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি এই সিস্টেম।

সিস্টেমটায় এত বিশাল একটা ও বাজে রকম একটা ফাঁক আছে যে যেকোন গ্রাহকের একাউন্টে ঢুকে তার বাড়ির ঠিকানা পর্যন্ত সংগ্রহ করে ফেলা সম্ভব। এইসব দেখে মনে হলো BTCL আমাদের সাথে মশকরা করছে! এখানে আরেকটা জিনিষও হতে পারে। অভিজ্ঞতা থেকে দেখেছি দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো অটোমেশনে যেতে চায় না সহজে। কারণ অটোমেশন হলে দূর্নীতির পথ বন্ধ হয়ে যায়। BTCL এর এই ফালতু সিস্টেম জনগণের নিরাপত্তা বিঘ্নিত করবে সন্দেহ নাই।

বিষয়টি যখন চারিদিকে ছড়িয়ে যাবে, তখন আমাদের মাথামোটা নীতিনির্ধারকরা মাথা ব্যাথার ঔষধ হিসেবে মাথা কেটে ফেলার প্রেসক্রিপশন দিবে কোন সন্দেহ নাই। মানে অটোমেশনের দরকার নাই, এমনি এমনি চলুক। ইতিমধ্যে আমার দেখা অনেক সরকারী প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে... আমাদের তথ্যপ্রযুক্তির ভবিষ্যত যে আসলো কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে.... -- কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।