আমাদের কথা খুঁজে নিন

   

হায় দেশের পড়ালেখা ...........................।



বুধবারে মামার বাসায় গিয়েছিলাম। তো ওইখানে যা দেখলাম তা নিয়ে কিছু লেখার দরকার আছে বলে মনে করছি। মামা এয়ারফোরসে আছেন, মামি টিচার। মামাত ভাই পড়ে ক্লাস ফাইভে, মামাত বোনটা ক্লাস ওয়ানে। যা দেখলাম তাতে হাসব নাকি কাঁদব বুজতে পারছি না।

ছেলেটা মাত্র ফাইভে উঠেছে, এখনি পড়ালেখার জন্য যে চাপ দিচ্ছে...............পরে না কি হয়। রাত ১১ টা বেজেছে, ও বসেছে গেমস খেলতে ( ওর মামা নতুন পিসি কিনেছে মঙ্গলবার ), নতুন পিসি দেখলে যা হয় আরকি। একটু পর ওর মা, মামা বলছে, " রাফি পড়তে বস, চার দিন পর পরিক্ষা, এখন খেললে হবে?" ওর মন খারাপ হয়ে গেল। জানলাম ওর রোল ১১, ভারসনে পরে! আমি জিজ্ঞেস করি ভারসন আবার কি জিনিস? জান গেল বাংলা মিডিয়ামের বই গুলা অনুবাদ করে ভারসন চালু করা হয়েছে। আমার খুব হাসি পেল।

দেশের কি অবস্থা? এত এ+, কি হবে এত এ+ দিয়ে। দেশে পড়ালেখার মান তো দিন দিন কমছে ( কাগজে কলমে বাড়ছে)। আমার মনে আছে আমি এইচ এস সি ইংরেজি পরিক্ষা দিয়ে এ- পাব বলে সিউর ছিলাম, সেখানে পেলাম এ+। কি দরকার ছিল এই এ+ এর। এখন তো ঠিকই বি পাই।

(দেখাদেখি করা যায় না, তাই)। জাফর স্যার কয়েকদিন আগে লিখেছেন এগুলা নিয়ে............আসলে আমরা যা পড়ি তা এপ্লাই করতে পারি না.....................শুধু শুধু ভাল ছাত্রের তকমা গায়ে লাগিয়ে বাতাস লাগিয়ে ঘুরছি, শিকার হচ্ছি নোংরা পলিটক্সের.....................দেশকে এগিয়ে নিতে চাইলে এই প্র্যাক্টিস এখনি বাদ দেওয়ার সময়। .................. চাই না ভ্যালুলেস এ+..................এত মিডিয়াম.....................চাই সুন্দর পরিবেশ যেখানে দেখা দেখি করার প্রয়োজন হবে না........................ হবে না প্রয়োজন প্র্যাট্টিক্যল পরিক্ষায় লুকিয়ে টাকা দেওয়া..................যার যা সামরথ তা দিএ ৩.৫ পেলেও ভাল...............স্কোর ফ্যাক্ট্অর থাকবে না ভরতি পরিক্ষায়............কম জিপিএ নিএ পরিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে.........পরে চান্স পাইলে ভাল, না পেলে নাই............শিক্ষকদের বেতন বাড়াতে হবে + ওনাদের প্রাইভেট পড়ানো চলবে না, রাজনীতি তো হারাম............... ছাত্রদের কে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে.........প্রতিরক্ষায় এত টাকা নষ্ট না করে তা শিক্ষা খাতে লাগাতে হবে.........থিওরেটিক্যাল পড়ালেখা বাদ...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।