আমাদের কথা খুঁজে নিন

   

ছাগুরা থাকে ব্লগে, খোয়াড়ের ভেতরে না (হাসিব মাহমুদ)

ফেসবুক আইডি:নাই
সামহয়ারের কয়েকজন ব্লগার রাস্তায় ছাগুসমাজকে খোয়াড়ে পাঠানোর জন্য প্রতিবাদে নেমেছেন। এই অকাজে তাদের প্রায়ই দেখা যায়। ছাগুদের সাথে খোয়াড়ের কি সম্পর্ক? ছাগুরাম যদি তার লেখনি দিয়ে মানবতার জন্য কিছু করেই থাকেন তো ছাগুরামের ম্যাতকারই ছাগুরামকে মানুষের হৃদয়ে স্থান দেবে। এ জন্য তাকে খোয়াড়ে ভড়তে হবে কেন? ব্লগে কোন ছাগুটিকে মানুষ সব চেয়ে বেশি স্মরণ করে? অবশ্যই ছাগুরাম। সারা বিশ্বে তার কয়টি নিক আছে? একটাও নেই।

তাহলে? . . . তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার কাজ দিয়ে। ব্লগে এমন একটি সেকেন্ড যায়না যখন ছাগুজিকে ভক্তি ভরে স্মরণ করা হয়না। গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, উঠতে বসতে, সব সময় ছাগুরামকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সুতরাং, ছাগুর লাদিই তাকে মানুষের হৃদয়ে স্থান দেয়, খোয়াড়ে ভর্তি অসহায় ছাগুবদন নয়। সামহয়ারের ব্লগাররা বলতে চায় ছাগুকে খোয়াড়মুক্ত করে নাকি বাংলাদেশের সংস্কৃতির উপর আঘাত হানা হয়েছে।

কি তাজ্জব কথা! বাংলাদেশের সংস্কৃতির সাথে খোয়াড়ে ছাগু ভর্তির কি সম্পর্ক? সংস্কৃতি কি জিনিস। সোজা কথায় সংস্কৃতি হচ্ছে ছাগু তার বিশ্বাস অনুযায়ী যা লাদে তাই তার ছাগুসংস্কৃতি। ছাগুসংস্কৃতির উৎস হচ্ছে তার বিশ্বাস। ব্লগের ৮৫ ভাগ মানুষ ছাগু তথা বিশ্বাসী। সুতরাং এই বিশ্বাসী ছাগুদের ব্লগে ছাগুকে খোয়াড়ে ভরা কিভাবে সংস্কৃতি হয়।

মামু বাড়ির আবদার? গায়ের জোড়ে? সোজা সাপ্ট কথা, ছাগুকে খোয়াড়ে ভরা বাংলাদেশের মানুষের সংস্কৃতি না। যারা এইটা বলতে চায় হয় তারা সংস্কৃতি বোঝেনা, নয়তো জ্ঞান পাপী। ওরা এদেশের বিশ্বাসী মানুষের হৃদয় থেকে বিশ্বাসকে অপসারণ করার ষড়যন্ত্র করছে। এইসব ঠুটো জগন্নাথদের অপচেষ্টা সফল হবেনা। আবারও বলি, চেতানার জন্য ছাগুকে খোয়াড়ে ভরার কোন প্রয়োজন নেই, ছাগুরা থাকে হৃদয়ে, খোয়াড়ের মধ্যে নয়।

নিবেদক ছাগুগুনমুগ্ধ, রঙ ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.