আমাদের কথা খুঁজে নিন

   

দুই বিঘা জমি

robindronaththakur@ymail.com

শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, বাকি জমি? সবই লোনে দুদক বলিল শোধ না করিলে নিলামে লইবে কিনে। কহিলাম আমি ওহে নির্বোধ ঘটেতে বুদ্ধি নাই, ধার করি কেহ করিয়াছে শোধ, জন্মে দেখেছো ভাই? শুনি দুদু কহে, " বাপু জানতো হে করিব বাগান খানা পেলে দুই বিঘে, প্রস্থে ও দিঘে সমান হইলে টানা। ওটা দিতে হবে।'' কহিলাম তবে “কুনু প্রবলেম নাই" করি কুলাকুলি; "তুমি কিছু খাও, আমিও একটু খাই"। এ জগতে হায় সেই বেশী পায় যার আছে ভুরী ভুরী যার নাই তারা দূরে গিয়া মর, বাকিটাও হবে চুরি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।