আমাদের কথা খুঁজে নিন

   

শ্লোগান (Slogan) (রি পোষ্ট)



নিজে গেয়ে শেষে ইস্নিপসে যোগ করতে পেরেছি। Click This Link কথাঃ পার্থ বন্দোপাধ্যায় সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায় শ্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন- শ্লোগান শ্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই, কে দুশমন- শ্লোগান। হাট মিটিং এ চোঙা ফুকেঁছি গেট মিটিং এ গলা ভেঙেছি চিনছি শহর গ্রাম শ্লোগান দিতে গিয়ে আমি সবার সাথে আমার দাবি প্রকাশ্যে তুললাম-শ্লোগান। শ্লোগান দিতে গিয়ে আমি ভিড়ে গেলাম গানে গলায় তেমন সুর খেলেনা হোক বেসুরো পর্দা বদল মিলিয়ে দিলাম সবার সাথে মিলিয়ে দিলাম গলা ঘুচিয়ে দিয়ে একল সিড়ে চলা জুটলো যত আমার মত ঘরের খেয়ে বনের ধারে মোষ তাড়ানো উল্টো স্বভাব মোষ তাড়ানো সহজ নাকি মোষের শিঙে মৃত্যু বাঁধা তবুও কারা লাল নিশানে উস্কে তাকে চ্যালেন্জ ছোঁড়ে-শ্লোগান। শ্লোগান দিতে গিয়ে আমি বুঝেছি এই সার সাবাশ যদি দিতেই হবে সাবাশ দেব কার। ভাংছে যারা ভাংবে যারা খ্যাপা মোষের ঘাড়। _______________ আজ সন্ধ্যায় ভীষন রকম দুঃসাহসী একটা কাজ করে ফেলেছি; প্রতুলের গানটা বাসায় বসে নিজে গেয়ে, রেকর্ড করে esnips এ আপলোড করে ফেলেছি। আমার ব্লগের বন্ধুদের হেঁড়ে গলায় একটু জ্বালাই। কেউ মাইন্ড খাইয়েন না কইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।