আমাদের কথা খুঁজে নিন

   

কাল চিত্রার গায়ে হলুদ

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

শুভ তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, আমাদের প্রতিটি প্রতিজ্ঞা, একসাথে দেখা স্বপ্ন সবই আমার মনে আছে; কিন্তু সবি ফিকে হয়ে যাচ্ছে ঢেকে দিচ্ছে আরেকটি ছায়া, যাকে কখনো ভালোবাসি বলিনি, যার চোখের তারায় হয়তো স্বপ্ন আঁকিনি, তুমি স্কলারশীপ নিয়ে বাইরে যাওয়ার আগে কি প্রচন্ড যুদ্ধ করে বাসায় সবাইকে রাজি করিয়েছিলাম; শুধু রাজীই না আংটি বদল ও হয়ে গেলো ; পরশু বিয়ে; সেই কাঙ্খিত স্বপ্নের যাত্রা শুরু সবাই খুশি চারিদিকে আলোর উৎসব শুধু আমার হৃদয় আঁধারে ঢাকা; শুভ তোমায় অনন্যর কথা মেইল করেছিলাম; আমার ডি-জুস বন্ধু; পাগলাটে ক্ষ্যাপা; ওর বিরক্তিকর ক্ষ্যাপামো গুলো কবে যে আপন করে নিয়েছি টের পাইনি, ওর নিয়ম ভাঙার খেলাগুলো লবে যে আমারও খেলা হলো; ওর বাউন্ডুলে স্বপ্নরা কখন যে আমায় ছুঁয়ে গেছে টের পাইনি। যতই তোমার হওয়ার সময় ঘনিয়ে আসছে ততই টের পাচ্ছি আমি তো আমার নেই। ও আমার বিয়ের কেনাকাটা করছে, বিয়েবাড়ি সাজাচ্ছে আর আমার রাগ হচ্ছে কেন ও এমন করবে,কেন ওর মন খারাপ হবে না, ঈর্ষা হবেনা, কিন্তু আমি জানি আমাকে ফিরিয়ে দিতে ও পারবে না। আজ আমার এই সিদ্ধান্তে তুমি অনেক কষ্ট পাবে, দুই পরিবারি সমাজের চোখে হেয় হবে!!!!!!!!!!!!!! হয়তো তুমি ভাবে আমি খারাপ ; আমি ছলনাময়ী আমি তোমায় ঠকালাম; কিন্তু শুভ আজ তোমায় না ঠকালে সারাটা জীবন দুজনেই ঠকবো; সুখের অভিনয়ে জীবন কেটে যাবে। ভাগ্যে কি আছে আমি জানি না। দশ বছর পরের কথা কেউ বলতে পারে না আমি এই মুহুর্তে সুখি হতে চাই । ভালো থেকো। ক্ষমা চাইবো না। আমার জীবনের এই সিদ্ধান্ত টা তো আমি নিতেই পারি। চিত্রা চিত্রা কি শুভ কে চিঠিটা দেবে নাকি ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।