আমাদের কথা খুঁজে নিন

   

মন ছুঁয়ে যায় যাকে



১২৮) মন ছুঁয়ে যায় যাকে অস্পস্ট চেতনার আলোকে ফিরে দেখা সময়। ব্যাকুল ডাকে ভিতরের আর্তনাদ। লম্বা করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা অসংখ্য অচেনা মুখের সাড়ি। এমন দিন কি কখনো এসেছিলো? জীবনে ঘটে যাওয়া ঘটনা নির্ভুল ভাবে মনে পড়া কি একেই বলে? সাদা বিছানার চাদরে ডুবে থাকে সে। আমার আপন জন।

নিবিড় মমতায় তাকে ছুঁই। আসি বলে চলে আসি । কেন এমন ধূসর সকাল আসে? স্মৃতিতে ,মননে,জাগরণে। চারিদিকে যত মানুষ, যত কোলাহল। সবার দিকে তাকাই কেউ কি জানে আমার ভিতরে কিসের প্রলয়? প্রার্থনার চাদরে ডুবে থাকি অনন্তকাল।

কিছুই ছোঁয়না আর হৃদয়কে। ক্ষধা ,তৃষ্ণা ,ঘুম কোথায় যে হারায়! একটানা অনেক লম্বা প্রহরের প্রতীক্ষা পেড়িয়ে সে আসে। সাদা চাদরে নীল কাপড়ে ওকে দেখে ভীষন কষ্ট হয় আমার! পরম নির্ভরতায় দুজনে দুজনার হাত ধরি বুকের ভিতরে তখন পাহাড় ভাঙার শব্দ। অজস্র নিঃশ্বাসের কারচুপিতে কান্না ঢাকি। ওর দু'চোখের বেদনাকে বুকে নিয়ে বসি ।

ও বলে ,"আমার কেনো এমন হলো?" কেনো মানুষের অসুখ হয় সুখের আবাহনে? লম্বা করিডোরের মেঝের টাইলস গুলো প্রতিদিন ঝকঝকে করে মোছে ওরা অনেকদিন ওখানেও ওর সাথে হাঁটা হাঁটি। নানান বয়সী সবার মাঝে ভীষন নবীন যুবক এক। ওর সেরে উঠায় প্রতিদিন আকাশ হাসে । দিন গড়ায়। মাস গড়ায়।

বছর গড়ায়। একটা লাল কার্ডের বাধ্য বাধকতা ওকে আটকে রাখে পাঁচটি বছর। যার থেকে মুক্তি মেলে কাল। ওর মু্ক্তি আমাকেও পাখীর মত উড়ায়। দুজনের হাতে হাত ও বলে সত্যিই বেঁচে থাকাটা কি দারুণ ব্যাপার।

আমাদের ভালোবাসার নিবিড় ছোঁয়ায় সকালটা হাসতে থাকে আসলেই তাই বেঁচে থাকা খুবই দারুণ ব্যাপার! কিছু কথা: (মানুষের জীবনে যত ঘটনা বলী........। সব কি লেখা সম্ভব কবিতায়? আমার যা কিছু লেখালেখি ,আকাশ কুসুম ভাবনারা ,কখনোবা যাপিত জীবনের নানান কিছু চলে আসে কবিতার মোড়কে........ এই লেখাটায় আমার আর আমার প্রিয় মানুষের জীবনের ঘটে যাওয়া ঘটনার কথা বলেছি। । একটা দমকা হাওয়ার মত একদিন শুনেছিলাম ওর একটা অসুখের কথা.......আমার সেদিনকার সেই চিৎকার কি আকাশ শুনেছিলো......কেঁপেছিলো আকাশ? খুব দ্রুত ঘটে যায় সবকিছু .... অপারেশন। পরবর্তি চিকিৎসা এবং তারপর ফলোআপ...... এবং সেই ফলো আপ সময় শেষ হলো ২ দিন আগে।

আল্লাহ ওকে সুস্হ রাখুক.....। আমরা যেনো অজস্র সকাল দেখি একসাথে এই পৃথিবীর পথে..... আমাদের আজকের বিশেষ একটা দিনে এই প্রার্থণা..... আজ ১৬ অক্টোবর...... আমাদের পথচলা শুভ হোক)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।