আমাদের কথা খুঁজে নিন

   

আজ ১৫ অক্টোবর...



আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। স্মৃতি রোমন্থনে আজ মোটামুটি দিনটা কেটেছে। আজ আমার আর অনিকের প্রথম সাক্ষাতের প্রথম বর্ষ পূর্তি। গত বছর এই দিনে পড়ন্ত বিকেলে আমাদের দেখা হয়েছিল পরস্পরের। এখনো মনে হলে মজা লাগে।

আমাদের মানসিক আদান প্রদান ততদিনে মাত্র আঁতুড় ঘর ছেড়েছে। আবেগের টানাপোড়েন যৎপরনাস্তি বেশি। এরকম সময়ে আমিই সেদিন বললাম দেখা করতে চাই। সময় এবং স্থান নির্ধারিত হলো। বিকেলে এবং চারুকলার মোল্লা।

যথাসময়ে হাজির হলাম। যাবার পথে কাটাবনের মোড় থেকে কিনে নিলাম একটা অর্কিড। মোল্লায় দাঁড়িয়ে ফোন দিলাম। আর খুজতে লাগলাম দাড়িওয়ালা কাউকে। কারন শুনেছিলাম অনিকের দাড়ি আছে।

ও বললো টিএসসি'র দিকে যেতে। আমিও হাঁটতে লাগলাম। পথে এক ছেলের সাথে ক্রস হলো। ছোটো-খাটো, ফর্সা মতন, চুল একদম ছোটো করে ছাঁটা, ক্লিন শেভড। সিগারেট হাতে হেঁটে আসছে।

চোখা-চোখি হবার পর একটা অদ্ভুত অনুভুতি হলো। চোখ দুটো কি মায়াময়! পাশ কাটিয়ে তিন-চার কদম না যেতেই অনিকের ফোন। 'তুমি মনে হয় আমাকে পাড় করে চলে গেছো!'...'তুমি কি টিএসসি'র দিকে হেঁটে যাচ্ছ?'...আমি বললাম 'হাঁ'...। পেছন ফিরে তাকালাম। দেখলাম সেই ছেলেটা হাত নাড়ছে যাকে পাশ কাটিয়ে যাবার সময় চোখের মায়ায় ডুবেছিলাম!......আমি তো দাড়িওয়ালা কাউকে খুজছিলাম।

মজা পেয়েছিলাম যখন শুনেছিলাম ও আমার সাথে দেখা করবে বলে দাড়ি ছেঁটে এসেছে......!! কি অদ্ভুত প্রথম সাক্ষাত!...নাটক সিনেমায় বুঝি এরকমটা হয়!...... তারপর কথা বলতে বলতে দোয়েল চত্বর পর্যন্ত হাঁটা। সেখান থেকে রিকশা করে ধানমন্ডি যাওয়া। কি করবো, কোথায় যাবো কিছুই বুঝে উঠতে পারছিনা। একে তো প্রথম দেখা, তার ওপর আবার প্রেমিক!...আমারও দ্বন্দ্বের শেষ নাই, তার ও নাই। তার ওপর আবার ইদের পরদিন।

কোনো ফুড শপেও যে বসবো তারও উপায় পাচ্ছিনা...। যেখানেই যাবার কথা ভাবছি সেইটাই বন্ধ!!...কি জ্বালা!...সব জায়গায় তো যেতে ভালো লাগেনা...। অপছন্দের জায়গাগুলোই খোলা!... এইরকম ভবঘুরে ভাবে আমাদের প্রথম সাক্ষাৎ এর সময়টা কেটে গেছিলো। এখনো মনে হয়, এই তো সেদিন! যখন ই ক্যাম্পাসে আসা-যাওয়ার পথে প্রথম চোখা-চোখির সেই জায়গাটা দেখি, বার বার ই স্মৃতিটা জেগে ওঠে। আজ দেখতে দেখতে এক বছর বয়স হয়ে গেলো সেই স্মৃতিটার।

আমাদের সম্পর্কেরও এক বছর হয়ে গেল ক'দিনের মধ্যেই। ওটা কোনো কিছু বলে কয়ে হয়নি তো, তাই কোনো তারিখ দিতে পারছিনা। আমি আমার এই সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে কাছের মানুষটা কে অনেক ভালোবাসি...। আমি খুব পটু প্রেমিকা নই। অনিক ও পটু প্রেমিক নয় মোটেই।

প্রেম এর সঠিক সংগাও দিতে পারবনা কেউ। ব্যাকরণ টাও জানিনা। কিন্তু, তবু আমাদের পারস্পরিক বোঝা-পড়ার পোক্ততা, পারস্পরিক ভাবনার, দর্শনের, পছন্দ-অপছন্দের সাদৃশ্য ই আমাদের পরস্পরের কাছে টানে...। এই টান টা খুব শক্ত। বন্ধনটা অনেক দৃঢ়।

এবং চাই এটা থাকুক সারাজীবন......। যাই ঘটুক না কেন...!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।