আমাদের কথা খুঁজে নিন

   

একটি কল্পনার Love Story (২য় পর্ব) ।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

এই তোর কাছে আংকেলের বাসার নাম্বারটা আছে, হ্যা আছে দে তো। আবির , নাম্বারটা ডায়েল করতেই, ওপাশ থেকে , মিষ্টি গলায় সালামের আওয়াজ ভেসে এলো। আবির ইচ্ছে করেই সালামের জবাব না দিয়ে , বললো , ইসকুজি কি এ লেই? ওপাশ থেকে ইভা বলে উঠলো , আম্মু কোন ইতালীয়ান যেন ফোন করেছে। আর আমরা তো ফোন কেটে হাসতে হাসতে নেই।

আবির আর নাঈম কলেজ শেষে বাসায় ফিরছে, আবির : Ok নাঈম ভাল থাক , আর হে শোন, বিকালে পার্কে আসিছ, কথা আছে। Ok আসবো। নাঈমের কথায় কথায় ইভার প্রশংসা , নাঈম যখন বলতেছিল, ইভার কথা বলার স্টাইল, ওর চোখ, মায়াবী চেহেরার কথা, একবারে পারফেক্ট একটা বাঙ্গালীর মেয়ের কথা। আবিরের মনটাতে কে যেন একটু নাড়া দিয়ে যাচ্ছে , নাঈমের কথা শুনে ইভাকে অনেক দেখতে ইচ্ছে করছিল আবিরের। কিন্তু বললেই তো আর দেখা করা যায়না।

সাইকেলের উপরে বসেই ইভার কথা ভাবছিল আবির, পথেই ইভার আব্বু আশরাফ সাহেবের সাথে দেখা। আবির: আসসালামু আলাইকুম আংকেল, কেমন আছেন? আশরাফ সাহেব : ভাল বাবা, তুমি কেমন আছো, পড়াশুনা কেমন চলছে, তোমার আব্বু আম্মু কেমন আছে? আবির : হ্যা, আংকেল বাসার সবাই ভাল। আশরাফ সাহেব : আবির তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমার আন্টি আর আমার দুই মেয়ে ওরা চার দিন হয়েছে এসেছে , এখন কি করতে হবে এ বিষয়ে আমি তেমন ভাল জানিনা তুমি একটু টাইম নিয়ে আসতে পারবে । তোমরা তো অনেক দিন যাবৎ এখানে আছো সব জানো । আবির : ঠিক আছে আংকেল দেখি আজ সন্ধ্যায় আসতে পারি কি না।

আশরাফ সাহেব : Ok , এসো তাহলে আমি সন্ধ্যায় বাসায় থাকবো। বিকালে আবিরের সাথে নাঈমের দেখে পার্কে নাঈম কে আশরাফ সাহেবের কথা বললো , আজ সন্ধ্যায় যে আবির ইভাদের বাসায় যাচ্ছে সেই কথা ও বললো । নাঈম বললো আমি ও কিন্তু যাবো তোর সঙ্গে। নাঈম আবির কে বললো আজ সন্ধ্যায় তুই দুইটি চাঁদের মুখ দেখবি। আবির : দুইটি মানে , নাঈম: একটি হচ্ছে ইভার আরেকটি আকাশের চাঁদ।

আবির : ঠিক আছে দেখা যাবে। সন্ধ্যার একটু পর পরেই আবির আর নাঈম চললো আশরাফ সাহেবের বাসার দিকে... (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.