আমাদের কথা খুঁজে নিন

   

এক বস্তা চাল, জিনিস হিসেবে পুলিশ এবং একজন মুজাহিদকে না পাওয়ার গল্প



১. পুলিশকে আমি.... ক্ষমতা ও প্রজ্ঞায় প্রায় ঈশ্বর জ্ঞান করি। ঈশ্বরের অসাধ্য কিছু নাই, পুলিশেরও। তবে ঈশ্বরের একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে তিনি একা। পুলিশরা এ ব্যাপারে অনেক অগ্রগণ্য। তারা সংখ্যায় অসংখ্য এবং তেজে বীর্যে সব পুলিশই জায়গা মতো সমান গরম।

ঈশ্বরের বিপক্ষে শয়তান আছে। পুলিশের এখানেও সুবিধা, শয়তান আর যাই হোক, পুলিশের বিপক্ষে না, বরং ...... ( উহুঁ হাতে ব্যাথা করছে ) পুলিশের ঠ্যাঙ্গানি খেয়ে আমি যখন হাত ভেঙ্গেছিলাম, তখন আমার ফিরোজ নামের এক আধা দার্শনিক বন্ধু বলেছিল , আল্লাহ আর পুলিশ যা করে, ভালোর জন্যই করে, মন খারাপ কইরেন না। গতকাল ঐ ফিরোজের সঙ্গে বসে চা খাচ্ছিলাম, হার্ট ফাউন্ডেশনের পাশে গলির একটা চায়ের দোকানে। এমন সময় একটা লোক এসে চায়ের দোকানদারকে বললো দোকান গুটাতে, ওসি সাহেবের নির্দেশ। চায়ের দোকানদার বয়সে তরুণ, সে উত্তর দিল, আমারে এক বস্তা চাইল কিনা দ্যান, দোকান উঠায়া নিয়া যাইগা, আর আসুম না।

আজ ঐ দোকানে গেছি, গিয়ে জায়গাটা চিনতে পারি না। দোকান হাওয়া তো বটেই , ঐখানে কোনদিন কোন দোকান ছিল, এইটা বোঝার কোন উপায় নেই। আমি পুনরায় পুলিশের ফ্যান হয়ে গেলাম। এই পুলিশ অতি হাস্যকর একটা কথা বলেছে আদালতে, তারা নাকি মুজাহিদ সাহেবকে খুঁজে পাচ্ছে না। এটা তারা ঠাট্টা করে বললো কিনা বোঝা এখনও বোঝা যাচ্ছে না।

কেননা গোটা দেশ এখন মুজাহিদময়। গত কয়েকদিন তিনি অতিরিক্ত হারে দেশের আনাচে কানাচে বক্তৃতা, সভা সমাবেশ করে যাচ্ছেন। এতো বেশি হারে করছেন, দেখে মনে হয়, মুজাহিদের কয়েকটা কালার ফটোকপি বাজারে নেমেছে। আজ মুজাহিদ গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে। ভেবে অবাক হলাম এবং শংকিতও হলাম, প্রধান উপদেষ্টার দপ্তরে কি কোন পুলিশ নাই ??? ২. কী আছে ঈশ্বরের মনে?? আমরা অধম বান্দা, তার কতটুকুইবা বা জানি।

কেন ঐ চিপা গলির একজন না খাওয়া তরুণের প্রতি পুলিশ তার আইন কার্যকর করে আবার হুলিয়া মাথা নিয়ে সর্বত্র বিরাজমান মুজাহিদকে কেন পুলিশ দেখেও দেখেনা, এই গূঢ় সত্যের কতটুকুই বা আমরা জানি !!!! ৩. ঈশ্বর পারেন কিংবা পারতেন মুজাহিদের মতো শুয়োরের বাচ্চার উপর ঠাঠা পেলে মেরে ফেলতে, পুলিশও ইজলি পারে , মুজাহিদকে ধরে ....সবচেয়ে মোটা লাঠিটাকে তেল না মাখিয়ে ... তারা দুইজন কিছুই করে না । পুলিশ আর আল্লাহ যা করে - ভালর জন্যই করে। সবাই বলুন- আমিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।