আমাদের কথা খুঁজে নিন

   

৪ বছর পর



কিছু দিন আগে সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলাম এবং ৪ বছর পর সাগরে গোছল করলাম। মাঝখানে বহুবার কক্সবাজার গেছি কিন্তু কখনোই পানিতে নামি নাই। এর পিছনে অবশ্যই কারন আছে। কক্সবাজার ঘুরতে গেলে সবার য করে আমিও তাই করতাম, সোজা সাগরে লাফ এবং পানিতে দাপাদাপি। কিন্তু পরপর দুইবার দুইটা র্দূঘটনার পর আমি পানিতে নামা বন্ধ করে দিয়েছিলাম।

দুইবারই আমি ভাটার টানে তলিয়ে যাচ্ছিলাম, আল্লাহ এর রহমতে দুইবারই ফিরে আসি। তারপর থেকেই সাগরে কাছে গেলে আর পানিতে নামতাম না। বসে বসে সবার আনন্দ দেখতাম। এইবারও তাই করছিলাম সেন্ট মার্টিন এর বীচ এ। সকাল বেলা আমার ভাই-বোন, কাজিন সবাই সাগরের পানিতে দাপাদাপি করছে আর আমি বসে বসে দেখছিলাম, কিন্তু বেশিক্ষন বসে থাকতে পারি নাই।

একেতো জোওয়ার তার উপর পরিষ্কার পানি, আমি আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও শুরু করলাম এবং টানা ২.৫ ঘন্টা সাগরে দাপাদাপি করলাম। খুব ভাল লেগেছে ঐ দিন। সে দিন না নামলে এই আনন্দটাই মিস করতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।