আমাদের কথা খুঁজে নিন

   

দৈনন্দিন

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

প্রতিদিন ফুল ফোটে কোন না কোন গাছে প্রতিদিন পাপড়ি ঝরে কারো না কারো মনে কাঁটার জ্বলনে রক্তাক্ত হই প্রতিদিন । প্রতিদিন ঢেউ ওঠে নদীর বুকে পলি জমে উর্বরতা বাড়ে বৃষ্টির অনুপাতে--- তবু কত ভূমি মরে আজন্মায়। পরিশ্রমীদের ঘাম প্রতিদিন ঝরে অমানুষের লোভ প্রতিদিন বাড়ে। অবিচারে-সুবিচারে-বিচারের প্রতিক্ষায় মানুষের দৈনন্দিন জীবন কবিতা লেখে সময়ের জটিল খাতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।