আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যাবাদি



গেরস্তরে চুর বলিলা গেরস্তরে চুর বলিলা তাহার সাথেই ঘর করিলা কিষানী তুই কেমন বালা? বল' তুই যদি হোস নির্ঝলা সত্য যদি তোমার চলা তুর পথে তুই একলা করেই চল। কে বেশি মিথ্যা কথা বলে? উত্তর শিশু, পাগল, এবং দুষ্কৃতিকারী। শিশুরা অপরাধ করে মিথ্যা বলে মায়ের পেঁদানির হাত থেকে বাচার জন্য। আর পাগলে বলে নাবুঝে। সে মজাপায় মিথ্যা বলে। আর দুষ্কৃতিকারী বলে সমাজকে ধুকাদিয়ে, ঠকিয়ে বিভিন্ন ফায়দা লুটার জন্য। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এত মিথ্যা কেন। রাজনীতিতে মিথ্যা চলে যখন তার মধ্যে তিনটি গুনই বিরাজমান থাকে। একজনকে চুর বলে তার সাথেই ঘর করার নীতি কেন আমাদের মাঝে বিরাজমান তা আমি বুঝিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।