আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়: 'আমার আছে জল' দেখে 'আমার চোখে আসে জল'



'আমার আছে জল' আমার খুব প্রিয় উপন্যাস গুলোর একটি...অনেক বার পড়ার পরও যার আবেদন কমে না। কয়েকটি মাএ পৃষ্ঠায় ছোট্ট ছোট্ট ঘটনার মধ্য দিয়ে চরিএগুলোর কি গভীর ব্যন্জনা... সেই কিশোর বয়সে পড়া আবেগী সময় এখনো ফিরে আসে যখনি বইটি আবার পড়ি। আর সেই উপন্যাসের এমন চলচ্চিএরূপ দেখে চরম হতাশার সাথে ভীষণ কষ্ট পেয়েছি স্বয়ং লেখকের হাতে চরিএগুলোকে এমন লান্ছিত হতে দেখে। দিলু, নিশাত, জামিল, সাব্বিরদের এমন মূর্ত তামাশা দেখে কার না কষ্ট হবে! মাঝে মাঝে সিনেমার পরিচালকরা ভুলে যায় জনপ্রিয় উপন্যাসের চরিএগুলোর মালিকানা আর লেখকের হাতে থাকে না, পাঠকদের হাতে তা চলে যায়...কিন্তু সে ভুল যখন লেখক নিজেই করে তখন নিজের চুল ছেড়া আর ব্লগে সমালোচনা করা ছাড়া আর কি ই বা করার থাকে! একটাই আবেদন এই ব্লগের মাধ্যমে: লেখক হূমায়ূনের উপন্যাসের চলচ্চিএরূপ পরিচালক হূমায়ূন করতে পারবে না: আপনারা কি বলেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.