আমাদের কথা খুঁজে নিন

   

নিরত্যয় উপাখ্যান



বড় ব্যস্ত আমি এখন বই পড়ার মতো এতটুকু সময় নেই আমার তাই মনোনীত কিছু বইয়ের নাম তুলে রাখি , লিখে রাখি ডায়েরির পাতায় শেষ বয়সের অখন্ড অবসরে পড়বো বলে । বড় ব্যস্ত আমি এখন লেখালেখি করার মতো এতটুকু সময় নেই আমার তাই প্রিয় কোন প্রসংগ, মনস্পর্শি কোন বিষয় তুলে রাখি , লিখে রাখি ডায়েরির পাতায় শেষ বয়সের অনাবিল অবসরে লিখবো বলে । বড় ব্যস্ত আমি এখন ভালবাসার মতো এতটুকু সময় নেই আমার তাই নির্বাচিত কিছু ভালবাসা তুলে রাখি হৃদয়ের পাটাতনে , মনের আলনায় শেষ বয়সের অফুরন্ত অবসরে বাসবো বলে । আর যদি কখনো শেষ বয়স না আসে বয়স যদি শেষ হয়ে যায় শেষ বয়সেরও আগে তবে এইসব মনোনীত বই , লেখালেখির প্রিয় প্রসংগ আর নির্বাচিত ভালবাসা বয়ে নিয়ে যাবো আমি সেই দেশে যে দেশে শেষ বয়সের কোন শেষ নেই তারপর নির্মান করবো পৃথিবীর বয়সের সমান দীর্ঘ আয়ু নিয়ে- এক নিরত্যয় উপাখ্যান । প্যারিস , ১১ মার্চ ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.