আমাদের কথা খুঁজে নিন

   

সময় থমকে দেয়া কালের স্বাক্ষী

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
এই যে আমি এখানে, থোক থোক যে রক্তবমি পড়ে আছে,সে আমারই। দলা দলা ওই যে মাংশ থেতলে মিশে আছে পিচে সে ও আমারই,তোমরা হাজার জনতা কে যেন বললে-সময় থমকে দাঁড়াল! সবুট লাথিতে যে ভ্রুণটি মরেছে ,তা আমারই পেটের, ওরা কোথা থেকে আসে কি ভাবে আসে,আমি জানিনা, পেটে আর পিঠে যদি সয় তবেই জন্ম হয় ওদের।ওটা জন্মাল না, দলা দলা মাংশ হয়ে পড়ে রইল হাজার পদতলে, তেমরা হাজার জনতা কে যেন বললে-বেজন্মা কালের স্বাক্ষী! এই যে আমার মুখে খুনতি ছ্যাকা এই যে সারা মুখময় আদরের চিহ্ণ! সে আমার গর্ভের ফসল, এই তো তোমরা,পুলকে স্খলনে ঘৃণায় অস্বীকার কর নিজেকে, এই তো তোমরা সার সার দাঁড়ানো আজন্ম তামাশা দর্শনে, তোমরা হাজার জনতা কে যেন বললে-নারী রমণীয় হলে রমণ চলে,স্খলন চলে,তা বাদে সে কেবলই প্রাণী,অভোগ্যা মাংশ দলা,হারেম শেষের ছাইদানি। এই যে আমি এখানে, থোক থোক যে রক্তবমি পড়ে আছে,সে আমারই দলা দলা ওই মাংশ তোমাদের লালিত সভ্যতায় পেচ্ছাপ করে দেয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।