আমাদের কথা খুঁজে নিন

   

সব প্রিয়দের ভুলে থাকা



ভুলে গেছি গ্রামের ছবি ভুলেছি মাটির ঘ্রান ভুলে গেছি কিভাবে কৃষক কিষানী নবান্নের উত্সবে মেতে উঠে ভুলেছি ধান শালিকের গান । ভুলেছি পৌষের শীত হাঁড় কাঁপানো মাঘের কনকনে হাওয়া ভুলে গেছি ধানের শীষে বাতাস নেচে যাওয়ার আনন্দ ভুলেছি আমার কাছে স্বদেশের সব চাওয়া পাওয়া । ভুলে গেছি ছয় ঋতুর রং কিংবা মাছরাঙার গলায় আঁকা আল্পনা শীতের পিঠার স্বাদ ভুলে গেছি পুলি ভাঁপা আর পাটিসাপটারা আজ কতো অচেনা । ভুলে গেছি ডাহুকের ডাক বুক জলে ডুবে শাপলা শালুক খোঁজা মধ্য রাতে গলা ছেড়ে ঘরে ফেরার গান ভুলে গেছি ভুলে গেছি বসন্ত বাতাসে বেনী খুলে দিয়ে কী বোঝাতে চেয়েছিল নির্বাক আফরোজা । প্যারিস , ১২ মার্চ ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।