আমাদের কথা খুঁজে নিন

   

টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)



সা ইন এর ডিফল্ট ফন্ট হলো SolaimanLipi । এটা পাবেন এখানে ( Click This Link ) আপনার নোকিয়া ফোনের মেমোরি কার্ডটি বের করে কার্ড রিডার দিয়ে কমপিউটারের সাথে সংযুক্ত করুন। রুট ফোল্ডারে "resource" নামে একটা ফোল্ডার তৈরী করুন, এই ফোল্ডারের ভেতরে "fonts" নামে আরেকটি ফোল্ডার বানান। SolaimanLipi.ttf এই ফাইলটির ৮ টি কপি ঐ ফোল্ডারে সেইভ করুন এরপর তাদের কে নীচের ৮ টি নামে rename করে নিন। - ncrbiu.ttf - ncrbru.ttf - ncrriu.ttf - ncrrru.ttf - nosnr60.ttf - nssb60.ttf - nstsb60.ttf - s60zdigi.ttf এবার মেমোরি কার্ডটি পুনরায় মোবাইলে ব্যবহার করলে দেখতে পাবেন ফন্ট পরিবর্তন হয়ে গেছে।

খেয়াল রাখবেন মোবাইলের ডাটা কেবল কানেক্ট করে এই ফোল্ডার তৈরী করা যাবেনা। কারন, ফন্ট টা তখন মোবাইলে ব্যবহার হয়। ডাটা রিডার ছাড়া সম্ভব নয়। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যদি ফন্ট বা বাংলা পছন্দ না হয়, তাহলে খালি মেমোরী কার্ড থেকে ঐ resource ফোল্ডারটা মুছে ফেল্লেই হবে!! আবার আগের মতো হয়ে যাবে। আমারে গাইল পেরে লাভ হবে না ; (আমার nokia e61i এ এটা সফলভাবে করতে পেরেছি।

) nokia e series Click This Link অন্যান্য মোবাইলের জন্য নীচের লিংকগুলি দেখুন- সবক্ষেত্রেই সুলাইমানলিপি ব্যবহার করবেন। nokia n82 Click This Link nokia n70 Click This Link sony erricsson Click This Link windows mobile 6 Click This Link যেকোন মোবাইলের জন্য যাদের অপেরা মিনি আছে। অপেরাতে opera:config এইটা লিখলে একটা অপশন আসে। সেখানে use image for complex font অপশন yes দিলে কাজ হবার কথা। তবে ডাটা ট্রান্সফার অনেক বেশী হবে।

আনলিমিটেড অপশন না থাকলে, বিল দেখে আমারে আবার গাইলায়েন না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.