আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগ: সমুদ্র পাড়ের মডেলরা...................!!!!

munirshamim@gmail.com
সকাল থেকে সন্ধ্যা অবধি এমনকি গভীর রাত পর্যন্ত ওরা ঘুরে বেড়ায়। সমুদ্র পাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমুদ্র গর্জে ওঠে। জোয়ার ভাটা খেলা করে। প্রতিনিয়ত।

সূর্য ওঠে, আবার অস্ত যায়। দর্শনার্শীরা আনন্দে উদ্বেল হয়। সমুদ্রে সাঁতার কাটে। সূর্যদয় আর সূর্যাস্তের রক্তিম আভায় মাতাল হয় পর্যটকের হৃদয়। কিছুই তাতে যায় আসে না ওদের।

সারা দিন সমুদ্র পাড়ে থেকেও তারা সমুদ্র থেকে, সমূদ্রের সৌন্দর্য থেকে অনেক দূরে অবস্থান করে.. কিছুই যেন তাদের চোখে পড়ে না। জীবনের প্রয়োজন তাদের এতটাই পীড়িত করে যে, সমস্ত পর্যটকরা যখন সমূদ্র দর্শনে অবগাহন করে তখন তাদের একমাত্র বাসনা থাকে দু পয়সা রোজগার। সে আশায় তারা ব্যক্তি থেকে ব্যক্তির কাছে ছুটে বেড়ায়। তাদের চোখের চাহনি বলে দেয়, কিছু একটা বিক্রি করতে না পারলে হয়তো আজ রাতেও মুখে খাবার জুটবে না। তার একার নয়।

পরিবারের অন্য সদস্যদের ও। যে বয়সে ওদের স্কুলে থাকার কথা, বই নিয়ে পড়ার টেবিলে থাকার কথা সে বয়সে তারা ফেরি করে বেড়ায় সমূদ্র পাড়ে। সমূদ্রের কাছে জীবন পেয়ে যাদের জীবন সমূদ্রকে স্পর্শ করতে পারে না শুধু দারিদ্র্যের কারণে, শুধু বৈষম্যেও কারণে, ওরা তাদের মধ্য থেকে কয়েকজন. . . .
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।