আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে দেখেছি



তোমাকে দেখেছি বৈশাখের রৌদ্রদগ্ধ দিনে, তোমাকে দেখিছি বেল, জুঁই আর গন্ধরাজের সনে। তোমাকে দেখেছি আমনে খেতে সিক্তবসন সাজে, তোমাকে দেখেছি শরৎকালের শিউলি ঝরার প্রাতে, তোমাকে দেখেছি জ্যোৎস্না ছড়ানো পূর্ণিমার সেই রাতে। তোমাকে দেখেছি ফাল্গুনের সেই রাঙা পলাশের বাগে, তোমাকে দেখেছি আবির খেলায় রাগে আর অনুরাগে। তোমাকে দেখেছি নিমিদিন মোর হৃদয়ের সরখানে, নিত্য সেথায় যাচিয়াছি তোমা চিত্তের আবাহনে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.