আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাবিজ্ঞদের সরনাপন্নে..... (রি পোস্ট)

andharrat@জিমেইলডটকম

মামা-মামী ও বোনদের ঢাকা প্রদর্শন করাইতে হইবে এই ছুটিতে। ঢাকা এসেছি অনেকবার। সবই কাজের প্রয়োজনে, বেড়িয়েছি খুবই কম। তাই বেড়ানোর জায়গা পরিচিত নয় তেমন করে। এই লগ্নে তাই ইজ্জত নিয়ে টানাটানি।

কারণ কাছাকাছি বসুন্ধরা শপিং মল, রমনা পার্ক আর ২টি হাসপাতাল ছাড়া বাকী অংশে আমি অজ্ঞ। তাই ব্লগের ঢাকাজ্ঞিদের সরনাপন্ন হলাম---আপনারা কিছু তথ্য আমাকে খয়রাত করুন প্লীজ। ১. কাছাকাছি (ঢাকা শহরের ভিতর) কোন পার্ক আছে কি যেখানে বিকালে তাদের নিয়ে যেতে পারবো। (আমি শুনেছি গুলশানে নাকি আছে) থাকলে নাম কি ঠিকানা ও বন্ধের দিন জানতে চাই। ২. ফ্যান্টাসী কিংডমে ৮ জনের সদস্য নিয়ে (শুনেছি এটা সাভারে) কিভাবে যাওয়া আসা ভাল হবে, প্রবেশ ফি, কোন্ দিন বন্ধ থাকে, নন্দন পার্ক আর ফ্যান্টাসী কি পাশাপাশি, ২টাতেই গেলে ভাল হবে না ১টাই যথেষ্ট হজমের জন্য ইত্যাদি জানতে চাই।

৩. কম মূল্যে কেনাকাটার জন্য কোন মার্কেট আদর্শ এবং কোন্ দিন বন্ধ থাকে? ৪. নভো থিয়েটারে গেলে কি মজা মিলবে, কোন জায়গায়, কখন যাওয়া ভাল, প্রবেশ ফি? ৫. চন্দ্রিমা উদ্যান কোথায়.....ওখানে গেলে কেমন হয়? ৬. আপনাদের এক্সট্রা সাজেশন একান্ত কাম্য আর কোথায় গেলে ইনজয় হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।