আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণপর্ব-৩



পড়শি রমণীরা গল্প জুড়েছেন। এক রমণী বলছেন, বিয়ের আগে সব পুরুষই বিড়াল, পরে দেখি বাঘ! গৃহিণী (যার বাড়িতে মজলিশটি বসেছে) : না ভাবী, ও এখনো আমাকে লাইলী বলেই ডাকে... আর আমি ওকে বলি মজনু। একটু দূরে মহিলার ছোট্ট ছেলে দূরবীন দিয়ে মা-চাচীদের গল্প করা দেখে। তাদের কথা শুনেও ফেলে। তাঁর মনে পড়ে (সে ফ্লাশব্যাকে দেখে) তার মা-বাবা ঝগড়া করছে। তার বাবা তার মাকে ঘোষেটি বেগম’ বলছে। শিশুটি পড়শি আন্টিদের কাছে বলতে আসে, না আন্টি, মিথ্যা কথা। বাবা মাকে...।' মা ছেলের মুখ চেপে ধরে। অফ ভয়েসে শোনা যায় : ওভাবে কি বাচ্চার মুখ বন্ধ করা যায়? প্রাণের হ্যান্ড ললিপপ দিন (ছেলের মুখে পুরে দিন) আর চাপাবাজি চালিয়ে যান... উদ্বেগের কথা- ১. শিশুদের পণ্যের বিজ্ঞাপনে বিয়ের আগে পরে পুরুষ কী- সেই সংজ্ঞা! ২. মা যে অন্যদের কাছে মিথ্যা বলে- সেটা ধরা পড়বে ছেলের কাছে? ৩. মায়ের কথায় আঁড়ি পাতবে ছেলে-মেয়েরা? ৪. আর সব শেষে প্রাণ হ্যান্ড ললিপপের বিজ্ঞাপনে সুলুক-সন্ধান দেয়া হবে- শিশুদের মুখে ললিপপ দিয়ে বন্ধ করুন, চাপাবাজি চালিয়ে যান! [মায়েরা চাপাবাজি চালিয়ে যান- হোয়াট আ ল্যাঙ্গুয়েজ...!]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।