আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ বিতর্ক ও আমাদের চারপাশ



আমরা ঈদ করেছি ৩০ সেপ্টেম্বর মংগলবার। নিউইয়র্কে ঈদ হচ্ছে দু'দিনে। মংগল ও বুধবার। যারা আগে একই মসজিদে একই দিনে ঈদ করতেন, এবার ভাঙন ধরেছে তাদের ও। নিউইয়র্কে বায়তুল মোকাররম মসজিদ ও শাহজালাল মসজিদের মুসল্লিরা বিভক্ত হয়ে ঈদ করেছেন।

অর্থাৎ বায়তুল মোকাররম মসজিদের মুসল্লিদের একাংশ মসজিদের চাবি নিয়ে ,অন্য ইমাম এনে ঈদের জামাত পড়েছেন। বিল্ডিংস রুলস ভায়োলেশনের কারণে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে শাহজালাল মসজিদ গেলো ২৬ সেপ্টেম্বর। তাই এই মসজিদের মুসল্লিদের একাংশ এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানর ভাড়া করে নামাজ আদায় করেছেন। যারা মংগলবার ঈদ করেছেন তারা গ্লোবাল রীতি অনুসরণ করে ঈদ করেছেন। যারা বুধবার ঈদ করছেন, তাদের বক্তব্য হচ্ছে তারা লোকাল এরিয়ায় চাঁদ দেখেন নি।

তাই ৩০ রোজাই রাখছেন। কথা হলো , ঈদ করতে কোন রীতি মানা হবে? গ্লোবাল না লোকাল ? আমাদের ইমাম রা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছুতে পারছেন না কেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।