আমাদের কথা খুঁজে নিন

   

বৈঠক-১

sawhir@yahoo.com

মি. হিমু সাহেব ও আমি (জেসন) জেসন: সব সময় দেখলাম কোন কাজের প্রয়োজন হলে মানুষ হিমু সাহেব কে ডাকেন বা তার কাছে যান, কিন্তু আজকে এক আজব ব্যপার ঘটল তিনি আমার কাছে আসলেন এক জরুরী বৈঠকে। যতটুকু জানি আমার সংগে তার কোন সম্পর্ক নেই। নিচু শ্রেণীর মানুষ বলে কথা, তাদের সংগে মিশা খুবই কঠিন কাজ, বলতে পারেন দুরহ ব্যপার, তাদের ভাষা বুঝাও আরেক জটিল ব্যপার। হিমু সাহেব কি আমাকে কোন প্রশ্ন করবেন নাকি কোন উপদেশ দিবেন। উপদেশ দিবেন না, কারণ উপদেশ দেওয়ার স্বভাব তার নেই।

আমার সামনে তিনি বসে আছেন কিন্তু মনে হচ্ছে বসে নেই। তার বিখ্যাত পাঞ্জাবিটা খুতিয়ে খুতিয়ে দেখছি। হলুদ পাঞ্জাবি, রোদে পুরে গিয়ে হালকা সাদাটে বর্ণ হয়ে গিয়েছে এবং ঘামে চটচটে হয়ে আছে। মনে হইতাছে আস্তা ডাষ্টবিন হাইটা আইসা আমার সামনে বইস্যা পড়ছে। শরীর থেকে কি পরিমান দূর্ঘন্ধ নিঃসৃত হচ্ছে তিনি মনে হয় তা টের পাচ্ছেন না বা টের পেলেও কি আসে যায়! সে তার মত করে চলে।

ভদ্রলোক মনে হয় বুঝতে পারতেছেন যে, আমি তার গন্ধে অতিষ্ট হয়ে যাচ্ছি। কি একটা বলতে গিয়েও বলল না, হয়ত মনে মনে বলে নিয়েছে। যাক মনে মনে বলেছে ত আমার কি হয়েছে আমি ত আর শুনি নাই। শুনলেও কোন আপত্তি নাই হিমু শ্রেণীর লোকেরা অনেক কিছুই বলতে পারেন, করতে পারেন যেটা আমরা পারি না। হিমুঃ জেসন সাহেব কেমন আছেন? তারপর বলুন..........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।