আমাদের কথা খুঁজে নিন

   

এই অভাগার ঈদ নেই

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

কাল ঈদ, সবাই পরিবার পরিজনের সাথে ঈদ করবে। অনেকেই ইতোমধ্যে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ীতে চলে গেছেন। কিন্তু আমার ঈদ করতে হবে কর্মস্থলেই। স্ত্রী এবং একমাত্র সন্তান ইতোমধ্যেই ঈদ করার জন্য গ্রামের বাড়ী চলে গেছে।

আমি একা। সরকারী চাকুরী করছি আজ নয় বছর। এই নয় বছরে মাত্র একবারই পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ীতে ঈদ করার সৌভাগ্য হয়েছে। এবারও কাল যখন সবাই নুতন জামা পড়ে সেমাই বিরিয়ানী খেয়ে বেড়াবে সরকারের স্পর্শকাতর একটি বিভাগে চাকুরী করার সুবাধে আমার ঈদ কাটবে অফিসেই। হায়রে চাকুরী ! তবুও ভাল সামহোয়ার ইন ব্লগের সন্ধান পেয়েছিলাম।

এবার অন্যান্য বারের মতো একেবারেই নিঃসঙ্গ মনে হবে না। ব্লগার ভাইদের সাথে অন্তত ঈদের আনন্দ শেয়ার করা যাবে। সামহোয়ার..... সাথে এবারই আমার প্রথম ঈদ। সবাইকে ঈদ মোবারক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।