আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: মুরুদেশ্বরের সমুদ্র সৈকত ও মন্দির

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

ভারতের কর্ণাটক প্রদেশের পশ্চিম উপকূলে রয়েছে আরব সাগর। পশ্চিম উপকূল বরাবর অনেক বিখ্যাত সমুদ্র সৈকত ও তীর্থস্হান রয়েছে।

এগুলোর মধ্যে গোকর্ণ, মুরুদেশ্বর ও ম্যাঙ্গালোর বিখ্যাত। গোকর্ণ প্রাচীন হিন্দু তীর্থ হলেও এখন ওখানে বিদেশী পর্যটকের ভিড় বেশী। ম্যাঙ্গালোর জমজমাট শহর। ঠিক ছুটির মজা ওখানে পাওয়া যাবে না। এখন আমাদের কর্ণাটকে ম্যাঙ্গালোর হল দ্বিতীয় বৃহত্তম শহর (রাজধানী ব্যাঙ্গালোরের পরেই)।

তাই মুরুদেশ্বর গেছিলাম। ওখানের একটা আলাদা মেজাজ আছে। ভরা বর্ষায় আরব সাগর ফুঁসছে। লোকে যাতে সমুদ্রে চান না করতে পারে তার জন্য সমুদ্র সৈকতে রয়েছে পুলিস পাহারা। তবে পর্যটকেদের চান না করলেও অসুবিধা নেই।

চোখ ভরে আরব সাগরের সৌন্দর্য দেখলেই মন আনন্দে ভরে ওঠে। মন্দিরটা একেবারে সমুদ্রের ওপরেই। অনেকটা অন্তরীপ বলা যায়। এখানে মুরুদেশ্বরের কিছু ছবি দিলাম। মন্দিরের গোপুরমের উচ্চতা প্রায় ১০ তলা বাড়ীর সমান।

আর বাইরে একটা শিবের বিরাট মূর্তি রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।