আমাদের কথা খুঁজে নিন

   

ফিউশন ফাইভের পোস্ট পইড়া একটা প্রশ্ন জাগলো মনে

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

ঈদে কোন ধরনের ব্লগার কী পোস্ট দিতে পারেন এই নিয়া লেখছেন মি. ফাইভ। এইটা পইড়া আমার মনে হইলো ঈদের আগেও তো নানা পোস্ট আসতে পারতো। আমি ভুল না কইলে, প্রায় ব্লগারই শপিং করছেন। কিন্তু শপিং, ঈদ ফ্যাশন, বাজারে কী চলতেছে, কোন আকর্ষণীয় বস্তুটা দেখা গেল এই নিয়া সামহয়ারে কোনো পোস্ট দেখা গেল না।

শুধু কৌশিক একদিন আনারকলি নিয়া পোস্ট দিছিলেন। আর তো কাউরেই ঈদের আগের কেনাকাটা, প্রস্তুতি নিয়া পোস্ট দিতে দেখলাম না। অথচ বহু ব্লগার এই নিয়াই গত কয়েক সপ্তার অন্তত দুই তিনদিন ব্যয় করছেন বইলা আমার অনুমান। তাইলে জীবনযাপনের সঙ্গে ব্লগিংয়ের সম্পর্ক কী এইটা নিয়া ভাবতেছি। খুবই জটিল চিন্তায় পইড়া গেলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.